রপ্তানি বাণিজ্যে অবদানের স্বীকৃতি হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ের জাতীয় রপ্তানি ট্রফি (রৌপ্য) ও সনদপত্র অর্জন করেছে দেশের স্বনামধন্য ঔষধ প্রস্ততকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ফার্মাসিউটিক্যালস পণ্য ক্যাটাগরিতে ২০২০-২০২১ অর্থবছরের জন্য মর্যাদাপূর্ণ এ ট্রফি পেল ইনসেপ্টা।
গতকাল বুধবার ৮ নভেম্বর রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে জাতীয় রপ্তানি ট্রফি গ্রহণ করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের নির্বাহী পরিচালক (মার্কেটিং স্ট্র্যাটেজি) এহসান আজিজ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত জাতীয় রপ্তানি ট্রফি ২০২০-২০২১ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ট্রফি বিতরণ করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী।
উল্লেখ্য, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড মানসম্মত ঔষধ উৎপাদনের বিষয়ে সবসময়ই অঙ্গীকারবদ্ধ। ইতোপূর্বে ৫ বার ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড রপ্তানি ট্রফি অর্জন করেছে।








