পটুয়াখালীর বাউফলে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে মারুফ ও নাফিজ নামে দশম শ্রেনীর দুই শিক্ষার্থী নিহত হয়েছে। আহত হয়েছে সিয়াম নামে তাদের এক সহপাঠী।
হতাহত ও কিশোর গ্যাংয়ের সদস্যরা বাউফল উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল মাধ্যমিক বিদ্যালয়ের দশম ও নবম শ্রেণীর শিক্ষার্থী। চাঞ্চল্যকর এ ঘটনার পর ঘাতকদের গ্রেপ্তারে বিশেষ অভিযানে নেমেছে পুলিশ।
আহত শিক্ষার্থী সিয়াম জানায়, গত সোমবার রাস্তায় নবম শ্রেনীর এক শিক্ষার্থী তুচ্ছ ঘটনায় তাকে চর-থাপ্পড় ও লাথি মেরে হুমকি দেয়। এঘটনার জেরে নবম শ্রেণীর আর এক শিক্ষার্থী বুধবার বিদ্যালয়ে এসে মারুফকে ধাক্কা দিয়ে অহেতুক ঝগড়া বাধায়। পরে বিকেলে বিদ্যালয় ছুটির পর বাড়ি যাওয়ার পথে অদুরে একটি সেতুর কাছে ওৎ পেতে থাকা নবম শ্রেনীর ৭/৮ জন শিক্ষার্থী কিশোর গ্যাংয়ের সদস্যরা দশম শ্রেনীর শিক্ষার্থী সিয়াম, নাফিজ ও মারুফকে ছুরিকাঘাত করে চলে যায়।
গুরুতর আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে আশঙ্কাজনক অবস্থায় মারুফ ও নাফিজকে বরিশাল শেবাচিম হাসপাতালে প্রেরণ করলে পথে ১ জন মারা যায়। বরিশাল হাসপাতালে ভর্তির পর অপরজনও মারা যায়।
এ ঘটনায় নিহতের স্বজনদের আহাজারিতে এলাকায় শোকের ছায়া নেমেছে। ঘাতকদের দ্রুত গ্রেপ্তার ও দৃস্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।