এই খবরটি পডকাস্টে শুনুনঃ
স্পেসএক্স ও এক্সএআইয়ের প্রধান নির্বাহী ইলন মাস্ক দাবি করেছেন, কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই) এবং রোবট আগামি দিনগুলোতে অর্থের (মুদ্রা) গুরুত্ব কমিয়ে আনবে।সেই সঙ্গে কর্মক্ষেত্রে আনবে বৈচিত্র।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সম্প্রতি মার্কিন প্রযুক্তি কোম্পানি এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং-এর সঙ্গে আলোচনায় মাস্ক এ সম্ভবনার কথা বলেন।
তিনি বলেন, “যতটা দ্রুত এআই এবং মানুষের বৈশিষ্ট সম্বলিত (হিউম্যানয়েড) রোবটগুলি উন্নত হবে, তত অর্থের গুরুত্ব কমবে এবং কাজের প্রয়োজনীয়তা হ্রাস পাবে। ভবিষ্যতে, মানুষ কাজ করবে- ঠিক ভিডিও গেম খেলার মতো করে, যা শুধুমাত্র শখের জন্য।”
তিনি আরও দাবি করেন, ‘‘এআই এবং রোবট প্রযুক্তি একদিন দারিদ্র্য দূর করবে এবং মানুষের জন্য মুলধন সৃষ্টি করবে। রোবটরা মানব সমাজে এমন পরিবর্তন আনবে, যা পৃথিবীকে আরো সমৃদ্ধ ও সমান করবে।’’
কৃত্তিম বুদ্ধিমত্তা এবং রোবোটিকস টেকনোলজি নিয়ে তার এই ভবিষ্যদ্বাণী আগামী ১০-২০ বছরের মধ্যে বাস্তবায়িত হবে বলে প্রত্যাশার কথা জানিয়েছেন মাস্ক।








