পাকিস্তানের ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবিকে বানিগালা বাসভবন থেকে আদিয়ালা কারাগারে স্থানান্তর করার নির্দেশ দিয়েছেন। বর্তমানে এই কারাগারেই বন্দী রয়েছেন ইমরান খান।
আরব নিউজ জানিয়েছে, তোশাখানা মামলা এবং শরিয়া আইন লঙ্ঘন করে ইদ্দত শেষ হওয়ার আগেই বুশরা বিবিকে বিয়ে করার দায়ে দেশটির একটি আদালত ইমরান ও বুশরা বিবিকে কারাদণ্ডাদেশ দেয়। আদেশের পর ইমরান খানের বানিগাল বাসভবনকে ‘সাব জেল’ হিসেবে ঘোষণা করা হয়। ৩১ জানুয়ারি থেকে সেই বাসভবনেই বন্দি ছিলেন বুশরা বিবি।
খাবারে বিষ প্রয়োগ করা হচ্ছে এমন অভিযোগ এনে বুশরা বিবি বেশ কয়েক মাস আগেই আদালতে আবেদন করেছিলেন যে, তাকে যেন আদিয়ালায় স্থানান্তরিত করা হয়। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ জানিয়েছে, আদালত বানিগালা সাব-জেল থেকে সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবিকে আদিয়ালা কারাগারে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন।
এর আগে, ইসলামাবাদ ক্যাপিটল টেরিটরির চীফ কমিশনার পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দণ্ডিত বুশরা বিবির বাসভবনকে সাব-জেল হিসেবে ঘোষণা দেয়। বুশরা বিবির আইনজীবী উসমান গিল বলেন, বানিগালাকে সাব জেল করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো নির্দেশনা ছিল না। প্রাদেশিক সরকার বা পাঞ্জাব কারাগারের ইন্সপেক্টর জেনারেল এই ধরনের কোন নির্দেশ জারি করেনি। কারাদণ্ডের স্থানটি ট্রায়াল কোর্ট নির্ধারণ করবে, প্রধান কমিশনার নয়।
তবে শুনানি চলাকালীন সময়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী যুক্তি দিয়েছিলেন, বুশরা বিবিকে নিরাপত্তার কারণে বানিগালায় গৃহবন্দি করা হয়েছিল।








