চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ক্যালিফোর্নিয়ায় ৭জনকে গুলি করে হত্যার দায়ে অভিযুক্ত এক অভিবাসী খামার কর্মী

সান ফ্রান্সিসকোর কাছে সাতজনকে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন একজন অভিবাসী খামার কর্মী, সন্দেহভাজন অভিযুক্তদের কয়েকজন তার সহকর্মী।

সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় দ্বিতীয় মারাত্মক বন্দুক তাণ্ডবে হত্যার অভিযোগ আনার পরে গতকাল বুধবার তাকে প্রথম আদালতে হাজির করা হয়। হাফ মুন বে শহরের সমুদ্রতীরবর্তী দুটি মাশরুম খামারে গত সোমবারের গণহত্যার একমাত্র সন্দেহভাজন ৬৬ বছর বয়সী এই ব্যক্তির নাম চুনলি ঝাও। স্থানীয় প্রসিকিউটরদের দায়ের করা ফৌজদারি অভিযোগ থেকে জানা যায়, পুরো ঘটনাটি পূর্বপরিকল্পিত।

ক্যালিফোর্নিয়ার নিকটবর্তী রেডউড সিটির সান মাতেও কাউন্টি সুপিরিয়র কোর্টের সংক্ষিপ্ত শুনানির সময় ঝাওকে হাতকড়া এবং একটি লাল জাম্পস্যুট পরে থাকতে দেখা যায়। তাকে কোনরকম শর্ত ছাড়াই বন্দি করার আদেশ দেওয়া হয়েছিল।

আগামী ১৬ ফেব্রুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। আসামীর জন্য একজন ম্যান্ডারিন-ভাষার অনুবাদক সরবরাহ করা হয়েছে, যিনি একজন চীনা নাগরিক এবং কমপক্ষে ১০ বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন।

তবে প্রসিকিউটরদের কাছ থেকে এখনও ঝাও এর সুনির্দিষ্ট অভিবাসন অবস্থা বা তিনি বৈধভাবে দেশে প্রবেশ করেছিলেন কিনা এ ব্যাপারে কোন কিছু জানা যায়নি।

প্রসিকিউটরা বলেছেন, সন্দেহভাজনদের উদ্দেশ্য সম্পর্কে কর্তৃপক্ষের ধারণা রয়েছে। তবে জানাতে অস্বীকৃতি জানান তারা।

২০১৯ সালে গভর্নর গ্যাভিন নিউজম মৃত্যুদণ্ড কার্যকর করার উপর স্থগিতাদেশ ঘোষণা করেছিলেন। তবে ক্যালিফোর্নিয়ার আইনের অধীনে, হত্যার জন্য দোষী সাব্যস্ত আসামিরা বিশেষ পরিস্থিতিতে মৃত্যুদণ্ডের যোগ্য হতে পারে। উল্লেখ্য দেশটি ২০০৬ সাল থেকে এখন পর্যন্ত কোন দণ্ডিত বন্দিকে মৃত্যুদণ্ড দেয়নি।

অন্যথায় প্যারোলের সম্ভাবনা ছাড়াই আসামির সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।

ঝাওকে গত সোমবার সন্ধ্যায় পুলিশ হেফাজতে নেওয়া হয়। সেখানকার পুলিশ বলেছে, তিনি খামার শ্রমিকদের উপর হামলার পরপরই গাড়ি চালিয়েছিলেন।