চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বাংলাদেশকে আইএমএফের ৪৫০ কোটি ডলার ঋণ অনুমোদন

সঙ্কটকালে বাংলাদেশের জন্য ৪৫০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ। বাংলাদেশ সময় সোমবার রাতে আইএমএফের নির্বাহী পর্ষদের বৈঠকে এ ঋণ অনুমোদন দেওয়া হয়।

৪২ মাসে মোট সাত কিস্তিতে আইএমএফের এ ঋণ পাবে বাংলাদেশ। প্রথম কিস্তি ফেব্রুয়ারি মাসের শেষে অথবা মার্চ মাসের শুরুতে পাওয়া যেতে পারে।

Bkash July

ঋণ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এক বিবৃতিতে অর্থমন্ত্রী ঋণ অনুমোদনের এ তথ্য জানান।

বাংলাদেশকে এ ঋণ দিতে গত নভেম্বরে ঢাকায় কর্মকর্তা পর্যায়ের বৈঠকে প্রাথমিক সমঝোতায় পৌঁছায় আইএমএফ। সেই ঋণচুক্তির শর্তসহ খুঁটিনাটি চূড়ান্ত করার প্রক্রিয়ার মধ্যেই বাংলাদেশ সফর করেন আইএমএফের উপ ব্যবস্থাপনা পরিচালক অ্যান্তইনেত মনসিও সায়েহ। এরপর বাংলাদেশকে ঋণ দেওয়ার আনুষ্ঠানিক প্রস্তাব সোমবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে আইএমএফ এর নির্বাহী বোর্ডের সভায় ওঠে এবং অনুমোদন পায় বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

Reneta June

ঋণের গড় সুদের হার হবে ২ দশমিক ২ শতাংশ। তবে এ ঋণ পেতে কিছু শর্ত জুড়ে দিয়েছে আইএমএফ। শর্তের মধ্যে থাকছে আর্থিক খাতের জন্য গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন এবং পুরোনো আইন সংশোধন। রাজস্ব ব্যবস্থার সংস্কার ও কর প্রশাসনের দক্ষতা বাড়ানো। খেলাপি ঋণ আদায়ে সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি করাসহ বেশ কিছু বিষয়।

Labaid
BSH
Bellow Post-Green View