চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘প্রত্যেক সপ্তাহে চাকরি চলে যাচ্ছে আমার’

বলছেন পিএসজি কোচ মাউরিসিও পচেত্তিনো

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে হতাশার বিদায়ের পর নতুন প্রজেক্ট হাতে নিয়েছে পিএসজি। দলকে ঢেলে সাজানোর সেই প্রকল্পে ক্লাবের পরিকল্পনায় নেই কোচ মাউরিসিও পচেত্তিনো, এমন খবরও আসছে। প্যারিসের ক্লাবটির সাথে এখনও একবছরের চুক্তি বাকি আর্জেন্টাইন কোচের, তবুও প্রতিদিনই নিজের বিদায় নিয়ে হরেক প্রশ্ন শুনতে হচ্ছে তাকে। বেশ বিব্রতও ৫০ বর্ষী কোচ। ক্লাবের বেশকিছু সিদ্ধান্তের প্রভাবে এমনটা হচ্ছে বলে মনে করছেন।

‘এখনও আমার চুক্তির একবছর বাকি, তবুও প্রতিদিন নতুন গুজব শুনতে হচ্ছে। প্রত্যেক সপ্তাহে চাকরি চলে যাচ্ছে আমার। পিএসজি এসব গুজবকে আরও প্রভাবিত করছে। ক্লাব সবকিছু নতুন করে সাজাতে চাচ্ছে। প্রেসিডেন্ট দ্রুতই তার নতুন প্রজেক্ট ব্যাখ্যা করবেন। আমি নিশ্চুপ থাকছি।’

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘পিএসজিতে থাকতে হলে আপনাকে অবশ্যই ভালো কোচ হতে হবে এবং এখানে দেড় বছর কাটানোর পর এখন আমার নিজেকে সেরাদের একজন মনে হয়। এত তারকাদের নিয়ে একটি লকার রুমে নেতৃত্ব দেয়া, মোটেই সহজ কোনো ব্যাপার নয়।’

চ্যাম্পিয়ন্স লিগে না পারলেও বিশাল ব্যবধানে গত মৌসুমের লিগ ওয়ান শিরোপা জিতেছে পিএসজি। কোচ হিসেবে নিজের এমন অর্জনে গর্বিত পচেত্তিনো। তবে ম্যানসিটি কোচ গার্দিওলার মতো ক্লাবের পক্ষ থেকে সাপোর্ট পেলে দল গুছিয়ে ফেলতে পারবেন বলে মনে করেন।

‘চ্যাম্পিয়ন্স লিগে খেলা খুবই কম। এজন্য আপনাকে অবশ্যই চ্যাম্পিয়নশিপ এবং লিগ কাপকে গুরুত্ব দিতে হবে। মাদ্রিদের সাথে হেরে বাদ পড়ার পর ঝড়টা শুরু হয়েছে। আমি বুঝি না, এরপর তো আমরা লিগ জিতেছি। সিটিকে আমার পছন্দ কারণ ওরা গার্দিওলাকে দল গোছানোর সুযোগ করে দিয়েছে। তারা তাকে সময় দিয়েছে। পিএসজিতেও সেটা দরকার। নতুন প্রজেক্টের মাধ্যমে আমরা চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দিকে এক ধাপ এগোবো।’