নির্বাচনী আইন না মানলে কঠোর ব্যবস্থা

নির্বাচনী আইন ভঙ্গের অপরাধে ৭ মে গাজীপুরে নৌকার প্রার্থী আজমত উল্লা খানকে তলব করেছে নির্বাচন কমিশন। তার জবাব সন্তোষজনক না হলে কঠোর সিদ্ধান্ত নিতে পিছপা হবে না ইসি। নির্বাচন কমিশনার মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, নির্বাচনী আইন মানতে সতর্ক করে বারবার চিঠি দেয়ার পরও বিভিন্ন নামে সভা সমাবেশ করে ভোট চাইছেন গাজীপুরের নৌকা প্রার্থী।