চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

লিঙ্গান্তরিতরা মেয়েদের ক্রিকেটে খেলতে পারবেন না

চলতি বছর সেপ্টেম্বরে মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় কানাডার ড্যানিয়েল ম্যাকগাহের। কয়েক মাস যেতে না যেতেই নিষিদ্ধ হচ্ছেন ২৯ বর্ষী এ উইকেটকিপার ব্যাটার। কারণ তিনি একজন লিঙ্গান্তরিত এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) নিয়ম করেছে তারা মেয়েদের ক্রিকেটে খেলতে পারবে না।

কোনো পুরুষ যদি বয়ঃসন্ধিকালে উপনীত হওয়ার পর লিঙ্গান্তরিত কোনো প্রক্রিয়ার মাধ্যমে নারী হন, সে ক্ষেত্রে তিনি নারী ক্রিকেটে অংশ নিতে পারবেন না। মেয়েদের খেলার ‘মর্যাদা, নিরাপত্তা, ন্যায্যতা ও অন্তর্ভুক্তি’র কথা বিবেচনা করে এ নিয়ম চালু করা হয়েছে বলে জানিয়েছে আইসিসি। এটি অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষেত্রে প্রযোজ্য। ঘরোয়া ক্রিকেটে নিজ নিজ দেশের আইন অনুযায়ী বোর্ড এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার আহমেদাবাদে আইসিসির বোর্ড সভার পর এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বিষয়টি জানিয়েছে। বলেছে, আগামী দুই বছরের মধ্যে নিয়মগুলো পর্যালোচনা করা হবে।

আইসিসির প্রবর্তিত নতুন নিয়মের বিষয়ে প্রধান নির্বাহী জিওফ অ্যালার্ডিস বলেছেন, ‘বিজ্ঞানে প্রতিষ্ঠিত এবং পর্যালোচনার সময় বিকশিত মূল নীতিগুলির সাথে সংযুক্ত করে লিঙ্গ যোগ্যতা প্রবিধানের নিয়ম পরিবর্তন করা হয়েছে এবং সেটি বিস্তৃত পরামর্শ প্রক্রিয়ার ফলে সম্ভব হয়েছে। খেলা হিসেবে এটি আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ। কিন্তু আমাদের অগ্রাধিকার ছিল খেলোয়াড়দের নিরাপত্তা এবং আন্তর্জাতিক পর্যায়ে নারীদের অখণ্ডতা।’

ম্যাকগাহে কানাডার হয়ে এখন পর্যন্ত ছয়টি টি-টুয়েন্টি খেলেছেন। ১৯.৬৬ গড়ে ১১৮ রান করেছেন যার স্ট্রাইকরেট ৯৫.৯৩।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View