মেয়েদের প্রথম অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ শেষে আসরের সেরা ১১ জনের নাম জানিয়েছে আইসিসি। দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সেরাদের সেরা দলে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার স্বর্ণা আক্তার।
দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে ফাইনালে হারা ইংল্যান্ডের গ্রেস শেরিভেন্সকে। সোমবার বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি সেরার তালিকা প্রকাশ করে।
মিডল অর্ডারে খেলা স্বর্ণা আক্তার বিশ্বকাপে ৫ ম্যাচে ১৫৭.৭৩ স্ট্রাইকরেটে সর্বমোট ১৫৩ রান করেছেন। যে ম্যাচে ব্যাট করার সুযোগ পেয়েছেন তার প্রতিটিতে ২০ বা তার বেশি রান করেছেন। সর্বোচ্চ ৫০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন শ্রীলঙ্কার বিপক্ষে। ওই ম্যাচে ১০ রানে জয় পায় বাংলাদেশ। ভারতের শেফালি ভার্মার ৭টির পর সর্বোচ্চ ৬টি ছক্কা মেরেছেন স্বর্ণা।
সাউথ আফ্রিকায় দারুণ খেলার পুরস্কারও পেয়েছেন ডানহাতি ব্যাটার। সাউথ আফ্রিকায় বড়দের টি-টুয়েন্টি আসরে লাল-সবুজ জার্সিতে খেলবেন ১৯ না পেরোনো তারকা।

টুর্নামেন্টজুড়ে অসাধারণ খেলা বাংলাদেশ দল থেমে যায় সেমির আগে। গ্রুপপর্বের প্রতিটি ম্যাচে জয় পেলেও সুপার সিক্সের প্রথম ম্যাচে হারে স্বাগতিক সাউথ আফ্রিকার কাছে। রানরেটের বাধায় পড়ে সেমিফাইনাল খেলা হয়নি বাংলাদেশের।
বাংলাদেশ দল প্রস্তুতি ম্যাচে ভারত ও সাউথ আফ্রিকাকে হারিয়েছিল। গ্রুপপর্বে শক্তিশালী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং মার্কিন মেয়েদের হারায় দিশা বিশ্বাসের দল। সুপার সিক্সে জয় পায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে।
সাউথ আফ্রিকায় প্রথমবার আয়োজিত আসরের ফাইনালে ৭ উইকেটে ইংল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভারত।
বিশ্বকাপের সেরা ১১
শোয়েতা শেরাওয়াত (ভারত), গ্রেস শেরিভেন্স (অধিনায়ক, ইংল্যান্ড), শেফালি ভার্মা (ভারত), জর্জিয়া প্লিমার (নিউজিল্যান্ড), ডেওমি ভিহাঙ্গা (শ্রীলঙ্কা), স্বর্ণা আক্তার (বাংলাদেশ), কারাবো মেসো (উইকেটরক্ষক, সাউথ আফ্রিকা), পারসাভি চোপড়া (ভারত), হান্নাহ বেকার (ইংল্যান্ড), এলি অ্যান্ডারসন (ইংল্যান্ড), ম্যাগি ক্লার্ক (অস্ট্রেলিয়া) এবং ১২তম খেলোয়াড় আনোশা নাসির (পাকিস্তান)।