চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

নারী ম্যাচ অফিসিয়ালদেরও সমান অর্থ দেবে আইসিসি

KSRM

নারী ম্যাচ অফিসিয়ালদের জন্যেও সমান অর্থ ঘোষণা করেছে আইসিসি। ​লিঙ্গ সমতার প্রতি সমর্থন জানাতে যুগান্তকারী এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। 

মঙ্গলবার আহমেদাবাদে আইসিসির বোর্ড সভার পর  সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আইসিসি। বলেছে, ছেলেদের কিংবা মেয়েদের ম্যাচ হোক না কেনো, আইসিসিরি সকল ম্যাচ অফিশিয়ালরা সমান অর্থ পাবেন। ২০২৪ সালের জানুয়ারি থেকে তা কার্যকর হবে।

ক্রিকেটের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ, ক্রীড়াঙ্গনে সমান সুযোগের ক্ষেত্রে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ।

এছাড়া ছেলেদের আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘদিন থেকে প্রচলিত দ্বিপাক্ষিক সিরিজের ম্যাচগুলো অন্তত একজন নিরপেক্ষ আম্পায়ার থাকার বিষয়টিও যুক্ত হতে চলেছে মেয়েদের ক্রিকেটে। আইসিসির নারী চ্যাম্পিয়নশিপের প্রতিটি সিরিজে কমপক্ষে একজন নিরপেক্ষ আম্পায়ার অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়েছে সভায়।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View