এই খবরটি পডকাস্টে শুনুনঃ
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) ফিলিপাইনের সাবেক পুলিশপ্রধান ও বর্তমান সেনেটর রোনাল্ড বাটো দেলা রোসার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বলে জানিয়েছেন দেশটির দুর্নীতিবিরোধী কমিশনার জিসাস ক্রিসপিন বয়িং রেমুলা।
সংবাদমাধ্যম স্টার নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শনিবার (৮ নভেম্বর) ডিজেডআরএইচ রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আইসিসি সেনেটর বাটো দেলা রোসার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।
সাক্ষাৎকারে এ তথ্যের সত্যতা সম্পর্কে জানতে চাইলে রেমুলা বলেন, আমার জানা মতে তাই। একজন নির্ভরযোগ্য সূত্র আমাকে এ তথ্য জানিয়েছেন।
তবে ফিলিপাইনসের বিচার বিভাগ (ডিওজে) বলেছে, তারা বিষয়টি এখনো যাচাই করছে।
বিচার বিভাগের মুখপাত্র পোলো মার্টিনেজ বলেন, এই মুহূর্তে আমরা তথ্যটি যাচাই করছি। আমরা এখনো কোনো আনুষ্ঠানিক নথি বা পরোয়ানার কপি পাইনি। যাচাই সম্পন্ন হলে বিস্তারিত জানানো হবে।
রোনাল্ড বাটো দেলা রোসা ২০১৬ সালে রদ্রিগো দুতার্তে প্রশাসনের সময় ফিলিপাইনের জাতীয় পুলিশপ্রধান ছিলেন। ওই সময়ই দেশজুড়ে বিতর্কিত মাদকবিরোধী যুদ্ধ শুরু হয়, যেখানে হাজার হাজার মানুষ নিহত হন।
দুতার্তে বর্তমানে নেদারল্যান্ডসের হেগ শহরে আইসিসির অধীনে আটক আছেন। চলতি বছরের মার্চে তাকে ম্যানিলার নিনয় অ্যাকুইনো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করে আইসিসিতে নেওয়া হয়। তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচার চলছে।








