এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশ ক্রিকেট বোর্ড শনিবার আইসিসির প্রতিনিধিদের সাথে বৈঠকে ভারতে টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার অবস্থান আবারও জানিয়েছে শক্তভাবে। বৈঠকে বিসিবি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সামনে গ্রুপ বদলানোর প্রস্তাব তুলেছে বলে খবর ভারতীয় গণমাধ্যমে। তাদের প্রতিবেদন, আয়ারল্যান্ডের সাথে গ্রুপ বদল করে গ্রুপ ‘সি’ থেকে সরে গ্রুপ ‘বি’তে যাওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। যেখানে আছে সহ-স্বাগতিক শ্রীলঙ্কা। বদল ঘটলে ভেন্যু সরিয়ে লঙ্কায় বিশ্বকাপ খেলার ইচ্ছা পূরণ করা সম্ভব, মনে করছে বাংলাদেশ।
শনিবারের আলোচনায় বিসিবি বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেয়ার জন্য আবারও আইসিসির কাছে আনুষ্ঠানিক অবেদন জানিয়েছে। বাংলাদেশ দল, সমর্থক, গণমাধ্যম এবং অন্যান্য স্টেকহোল্ডারদের নিরাপত্তা ও সুরক্ষা সম্পর্কে বাংলাদেশ সরকারের মতামত এবং উদ্বেগের কথাও আইসিসিকে জানিয়েছে বোর্ড।
আইসিসির প্রতিনিধি দলে ছিলেন ইভেন্টস অ্যান্ড কর্পোরেট কমিউনিকেশনসের জেনারেল ম্যানেজার গৌরব সাক্সেনা এবং ইন্টেগ্রিটি ইউনিটের জেনারেল ম্যানেজার অ্যান্ড্রু এফগ্রেভ। গৌরব ভিসা নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে পাওয়ায় অনলাইনে আলোচনায় যোগ দিয়েছিলেন। বিসিবির পক্ষে সভাপতি আমিনুল ইসলাম, সহ-সভাপতি শাখাওয়াত হোসেন এবং ফারুক আহমেদ, ক্রিকেট অপারেশনস কমিটির পরিচালক ও চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম, প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী ছিলেন।
ভারতীয় গণমাধ্যম বলছে, বিসিবি প্রস্তাব দিয়েছে গ্রুপ ‘সি’ থেকে গ্রুপ ‘বি’তে বাংলাদেশকে স্থানান্তরের জন্য। ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ, ইতালি, ইংল্যান্ড ও নেপাল। অন্যদিকে ‘বি’ গ্রুপে রয়েছে স্বাগতিক শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া, ওমান, আয়ারল্যান্ড ও জিম্বাবুয়ে। তবে আইসিসি অনুরোধের প্রক্ষিতে কী বলেছে সেটি নেই ওই প্রতিবেদনে।
যদি আয়ারল্যান্ডের সাথে বাংলাদেশের গ্রুপ পরিবর্তন ঘটে, তবে লিটন দাসে দলের গ্রুপ প্রতিপক্ষ হবে শক্তিশালী অস্ট্রেলিয়া, সহ-স্বাগতিক শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও ওমান। সেক্ষেত্রে বাংলাদেশের সবকটি ম্যাচ শ্রীলঙ্কাতে হবে। আর আইসিসি প্রস্তাব প্রত্যাখ্যান করলে পূর্ব নির্ধারিত গ্রুপেই থাকবে টাইগার দল। যেখানে প্রথম ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ ফেব্রুয়ারি, হওয়ার সূচি আছে কলকাতায়। পূর্ব সূচি অনুযায়ীয় কলকাতায় ৩টি এবং মুম্বাইয়ে একটি ম্যাচ খেলার কথা বাংলাদেশের।
আয়ারল্যান্ড অবশ্য বলছে অন্য কথা। আইরিশ বোর্ডের একটি সূত্রে ভারতীয় গণমাধ্যম জানাচ্ছে, আইসিসি আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডকে আশ্বস্ত করেছে নির্ধারিত সূচি অনুযায়ী তারা নির্ধারিত গ্রুপেই শ্রীলঙ্কায় সব ম্যাচ খেলবে।
সূচি অনুযায়ী, আয়ারল্যান্ড ৮ ফেব্রুয়ারি শ্রীলঙ্কায় বিশ্বকাপ শুরু করবে স্বাগতিকদের বিপক্ষেই। পরে সেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১ ফেব্রুয়ারি, ওমানের বিপক্ষে ১৪ ফেব্রুয়ারি এবং জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ ফেব্রুয়ারি খেলবে। আইরিশদের ৩টি ম্যাচ কলম্বো এবং অন্যটি ক্যান্ডিতে।









