এই খবরটি পডকাস্টে শুনুনঃ
মেয়েদের এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইয়ে দ্বিতীয় ম্যাচে পূর্ব তিমুরকে বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে বাংলাদেশ। শেষ ম্যাচে সাউথ কোরিয়ার বিপক্ষে সেরাটা দিয়ে মূলপর্বে জায়গা করে নিতে চান কোচ পিটার বাটলার। বাছাইয়ে তৃতীয় ম্যাচে শক্তিশালী সাউথ কোরিয়ার বিপক্ষে হার এড়ানো ছাড়া বিকল্প নেই বাংলাদেশের।
‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউ লাওস ন্যাশনাল স্টেডিয়ামে তিমুরকে ৮-০ গোলে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশের হয়ে প্রথমার্ধে গোল চারটি করেন মিডফিল্ডার সিনহা জাহান শিখা, মিডফিল্ডার শান্তি মার্ডি, ফরোয়ার্ড নবীরণ খাতুন এবং ফরোয়ার্ড শ্রীমতি তৃষ্ণা। বিরতির পর গোলের শুরু করেন তৃষ্ণা। পরে গোল করেন ফরোয়ার্ড সাগরিকা। ৮২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন তৃষ্ণা। ৯৬ মিনিটে শেষ গোলটি করেন মিডফিল্ডার মুনকি আক্তার। জয়ে র্যাঙ্কিংয়ে ৮৩ ধাপ এগিয়ে থাকা সাউথ কোরিয়াকে সরিয়ে ‘এইচ’ গ্রুপে টেবিল শীর্ষে আসে বাংলাদেশ। বড় ব্যবধানে জিতে মূলপর্বে খেলার আশা উজ্জ্বল করেছে পিটার বাটলারের শিষ্যবাহিনী।
বড় জয়ের পর আরও শেখার আছে বলেছেন বাটলার। ম্যাচশেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পাঠানো ভিডিও বার্তায় সন্তুষ্টির কথা জানান কোচ। বলেছেন, ‘প্রথম ১০ মিনিট আমাদের একটু ছন্দের কমতি ছিল, কিন্তু ধীরে ধীরে মেয়েরা ঘুরে দাঁড়িয়েছে। বিশেষ করে সেটপিসগুলো দুর্দান্ত ছিল। মেয়েদের আগেই বলেছিলাম গোল করার পিছে ছুটতে হবে না, সুযোগ তৈরি করো তাহলেই গোল আসবে।’
দলে এখন জায়গা পেতে প্রয়োজন হয় প্রতিদ্বন্দ্বিতা। বাটলার বললেন, ‘শিখা অসাধারণ খেলেছে। সাফে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলাম, কিন্তু এটা অন্য পর্যায়ের। আমরা সাউথ কোরিয়ার বিপক্ষে খেলবো। ম্যাচের ফলাফল যা-ই হোক, এখানে থেকে মেয়েরা অনেককিছু শিখতে পারবে। এ ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।’
‘কোরিয়া শক্তিশালী দল। আমরা প্রস্তুত তাদের বিপক্ষে লড়তে। বাফুফে দলের অনেক উন্নতি করেছে। ভালো কিছু হবে আশা করি।’
১০ আগস্ট সাউথ কোরিয়ার বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুর সাউথ কোরিয়ার কাছে ৯-০ গোলে হেরেছে, এবং দ্বিতীয় ম্যাচে কোরিয়া স্বাগতিক লাওসকে হারিয়েছে ১-০ গোলে।








