স্যাংশনে আমি পরোয়া করি না: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ওয়াশিংটন ডিসিতে প্রবাসীদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা
জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন শেষে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের সময় প্রধানমন্ত্রী বলেন, স্যাংশন কে তিনি পরোয়া করেন না।
গতকাল ২৮ সেপ্টেম্বর স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভার্জিনিয়া স্টেট আওয়ামী লীগ আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী। এই আয়োজনে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসা দলের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন দলের সভাপতি।
সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের কংগ্রেস ম্যান- সিনেটরদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করছে, তাদের কাছে সঠিক তথ্য পৌছে দিতে হবে।
বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল উল্লেখ করে সরকার প্রধান, তাদের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় না থাকলে দেশ আবার অন্ধকারের দিকে চলে যাবে।

প্রধানমন্ত্রী বলেন, মুজিবের বাংলায় কেউ ঠিকানাবিহীন থাকবেনা। তিনি আরও বলেন, বাংলাদেশের জনগণ আমার পরিবার, আমি আমার পরিবারের জন্য রাতদিন পরিশ্রম করে যাচ্ছি।
যুক্তরাষ্ট্র সফর শেষ করে আগামী ২৯ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজ্ঞাপন