স্থানীয় প্রশাসন বা জনপ্রতিনিধিরা না থাকায় টিসিবির পণ্য ভোক্তা পর্যায়ে ঠিক মত পৌঁছাচ্ছে কি না তা মনিটর করা যাচ্ছে না বলে জানিয়েছে টিসিবি। সংস্থার মুখপাত্র জানিয়েছেন, হাতে লেখা কার্ডকে স্মার্ট ফ্যামিলি কার্ডে রূপান্তর করতে গিয়ে ৪৩ লাখ কার্ডে অনিয়ম পেয়েছে টিসিবি। সারাদেশে এক কোটি ফ্যামিলি কার্ডধারী ভোক্তার কাছে প্রতি রমজানের মতো এবারও মশুর ডাল, ভোজ্য তেল ও চিনির পাশাপাশি ছোলা ন্যায্যমূল্যে বিক্রি করবে টিসিবি। তবে খেজুর বিক্রি হবে শুধু ঢাকায়।







