জাহিদ হাসান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনায় জনপ্রিয় কথা সাহিত্যিক দেশ বরেণ্য লেখক হুমায়ূন আহমেদের ৭৪ তম জন্মদিন পালিত হয়েছে। নিজ জেলা নেত্রকোনায় হিমু পাঠক আড্ডার আয়োজনে পৌর শহরে বর্ণাঢ্য র্যালি হয়েছে।
রবিবার বেলা সাড়ে ১১ টায় শহরের সাতপাই হিমু পাঠক আড্ডা কার্যালয় থেকে বর্ণাঢ্য আয়োজনের ভার্চুয়ালি শুভ উদ্বোধন করেন বাংলা একাডেমী পুরষ্কারপ্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার। এসময় র্যালিতে অংশ নেন জেলা প্রশাসকসহ হলুদ পাঞ্জাবি পরে হিমু ও নীল শাড়ি পরে রুপা সাজে অসংখ্য হুমায়ূন ভক্তরা।
র্যালিটি শহরের কালীবাড়ি মোড় তেরি বাজার, ছোট বাজার, শহীদ মিনার মোড় পৌরসভা মোড় হয়ে মোক্তারপাড়া মুক্ত মঞ্চে গিয়ে শেষ হয় । র্যালি শেষে হিমু ও রূপা সেজে তরুণ-তরুণীরা নেচে গেয়ে জন্মদিনের উৎসব পালন করে। ।
পরে সেখানে হুমায়ূন আহমেদের ৭৪ তম জন্মদিন উপলক্ষে কেক কাটেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ।

এদিকে লেখকের পিতৃভূমি কেন্দুয়ার কতুবপুরে তার নিজ হাতে গড়া প্রতিষ্ঠান শহিদ স্মৃতি বিদ্যাপীঠে কোরআন খতম, র্যালি ও প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করা হয়েছে ।
এছাড়াও আজ সন্ধ্যায় জেলা পাবলিক হলরুমে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা রয়েছে।