আইস্ক্রিনে হুমায়ূনের ১০১টি নাটক-টেলিছবি ও সিনেমা
ঈদের রাত থেকে দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে
ঈদ উল ফিতর উপলক্ষ্যে ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে এসেছে বেশকিছু আকর্ষণীয় নতুন কনটেন্ট। তারমধ্যে অন্যতম হল `হুমায়ূন ১০১’! আইস্ক্রিন কর্তৃপক্ষ জানিয়েছে, নির্মাণের মহান কারিগর হুমায়ুন আহমেদ এর ১০১ টি নাটক, টেলিফিল্ম ও সিনেমা নিয়ে সাজানো হয়েছে `হুমায়ূন ১০১’।
মূলত এটি হুমায়ূন আহমেদ এর ভিজ্যুয়াল নির্মাণের প্লে লিস্ট। যেখানে একক নাটক যেমন রয়েছে, তেমনি আছে `আজ রবিবার’ এর মতো সিরয়াল। হুমায়ূন নির্মিত সবগুলো সিনেমাও দেখতে পারবেন ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিন-এর এই প্লে লিস্টে।
ঈদের আগের রাত থেকে দর্শক `হুমায়ূন ১০১’ প্লে লিস্টটি আইস্ক্রিনে দেখতে পারছেন। এমন রুচিশীল প্লে লিস্টের জন্য আইস্ক্রিন কর্তৃপক্ষ সাধারণ দর্শকের কাছ থেকে পাচ্ছেন প্রশংসা।
হুমায়ূন ১০১ ছাড়াও ঈদের আকর্ষণ হিসেবে আইস্ক্রিনে আসছে বেশকিছু নতুন কন্টেন্ট। এরমধ্যে আছে তিনটি নতুন সিনেমা। কুড়া পক্ষীর শূন্যে উড়া, পায়ের ছাপ এবং মায়া নামের তিনটি সিনেমা ওটিটি প্লাটফর্ম আইস্ক্রিনে খুব শিগগির দেখতে পারবেন দর্শক।