এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ভোলার জেলা জজ এ এইচ এম মাহমদুর রহমানের বিষয়ে খবর প্রকাশের জেরে সাংবাদিক সাগর চৌধুরীর বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১০ সেপ্টেম্বর ‘সাধারণ সাংবাদিক সমাজ’র ব্যানারে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তারা বলেন, সংবাদ প্রকাশের জেরে সম্পূর্ণ হয়রানিমূলকভাবে মামলাটি দায়ের করা হয়েছে। দুর্নীতি আড়াল করতেই সাংবাদিককে টার্গেট করা হয়েছে। অবিলম্বে মামলা প্রত্যাহার এবং দেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ, আহত জুলাই যোদ্ধাসহ বিভিন্ন সংগঠনের সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন।








