নরসিংদীতে আন্তঃনগর ট্রেনের ধাক্কায় এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। রবিবার ১ অক্টোবর সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম রেল সড়কের নরসিংদীর সদর উপজেলার চিনিশপুর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত পরীক্ষার্থীর নাম মুমিত হাসান তনু (১৯)। তিনি কুমিল্লা জেলার দেবিদ্বার থানার রাজনেরহাট এলাকার মোমিন মিয়ার ছেলে। তিনি নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের মানবিক বিভাগ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।
তার সহপাঠী, রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী জানায়, চিনিশপুরের একটি বাড়িতে সাবলেট হিসেবে ভাড়ায় থেকে কলেজে পড়াশোনা করতেন তনু। পরীক্ষা শেষ হলেও কলেজের শেষ ব্যবহারিক পরীক্ষায় অংশ নিতে কলেজে যাচ্ছিলেন তিনি। সকাল সাড়ে ৯টার দিকে দুই বন্ধু মিলে কলেজে যাওয়ার জন্য রওয়ানা হয়। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম রেল সড়ক পারাপারের সময় নরসিংদীর চিনিশপুর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় রেললাইনের পাথরের উপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই পরিক্ষার্থীর লাশ উদ্ধার করে নরসিংদী রেলওয়ে পুলিশ।
এই ঘটনায় আবদুল কাদির মোল্লা সিটি কলেজের অধ্যক্ষ মাহমুদুল হাসান জানান, মুমিত হাসান আমাদের কলেজের মানবিক বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। তার অকালমৃত্যু কোনভাবেই মেনে নেওয়া যাচ্ছে না। তার মৃত্যুর খবরে কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র রায় জানান, অসাবধানতাবশত রেললাইন পার হওয়ার সময় আন্তনগর সূবর্ণ এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ওই পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। তার পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন