চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ঋত্বিকের যে ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কাওসার আহমেদ

কিংবদন্তী চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সাথে সুসম্পর্ক ছিলো সদ্য প্রয়াত গীতিকার কাওসার আহমেদ চৌধুরীর। এমনকি তার একটি চলচ্চিত্রে অভিনয়েরও প্রস্তাব পেয়েছিলেন তিনি।

দেশভাগের সময় বাংলাদেশ থেকে ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন ঋত্বিক ঘটক। সেই ক্ষোভ আর দুঃখ কখনো ভুলতে পারেননি তিনি। বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রতি ছিল ঋত্বিক ঘটকের অন্যরকম টান। বাংলাদেশে এলেই কাওসার আহমেদের সাথে ঘুরে বেড়াতেন এ প্রান্ত থেকে ও প্রান্ত। ঋত্বিক ঘটকের কাছ থেকেই মূলত চিত্রনাট্য লেখার প্রেরণা পেয়েছিলেন তিনি।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেন মুক্তিকামী কাওসার আহমেদ চৌধুরী। হয়তো সে কারণেই ঋত্বিক ঘটক তার শেষ ছবি ‘যুক্তি তক্কো আর গপ্পো’তে একজন মুক্তিযোদ্ধার চরিত্রে কাওসার আহমেদকে অভিনয় করার জন্য প্রস্তাব করেন। কিন্তু সময়ের অভাবে ও চাকরির কারণে কাজ করা হয়ে ওঠেনি তার।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাত ৯টা ৪০ মিনিটে রাজধানীর গ্রিন রোডের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কাওসার আহমেদ চৌধুরী। অনেকদিন ধরেই তার কিডনি ও স্নাযুজনিত জটিলতায় ভুগছিলেন। এছাড়া দুইবার স্ট্রোক করেন তিনি।

চলতি মাসের শুরুতে শারীরিক অবস্থার অবনতি হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্যালিয়েটিভ সেন্টারে ভর্তি করা হয়। পরে পারিবারিক চিকিৎসকদের পরামর্শে সেখান থেকে তাকে ধানমন্ডির একটি ক্লিনিকে স্থানান্তর করা হয়।

কাওসার আহমেদ চৌধুরীর রচিত অসংখ্য গান গেয়েছেন ফিডব্যাক, এলআরবি, মাইলস এর মতো শীর্ষ ব্যান্ডসহ সামিনা চৌধুরী, লাকি আখান্দ, কুমার বিশ্বজিৎ, নিয়াজ মোহাম্মদ চৌধুরীর মতো স্বনামধন্য শিল্পীরা।

তার রচিত অজস্র জনপ্রিয় গানের মধ্যে রয়েছে আমায় ডেকো না, যেখানে সীমান্ত তোমার, আজ এই বৃষ্টির কান্না দেখে, কবিতা পড়ার প্রহর এসেছে, এই রূপালি গিটার, এক ঝাঁক প্রজাপতি ছিলাম আমরা, মৌসুমী, এলোমেলো বাতাসে ইত্যাদি।