চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘এইট প্যাক অ্যাবস’ এ চমকে দিলেন হৃতিক!

KSRM

নতুন বছরের শুরুটা শরীরচর্চা দিয়েই শুরু করতে চান বলিউডের গ্রিকগড হৃতিক রোশান। বছরের শুরুতে নেটমাধ্যমে নতুন ছবি পোস্ট করে সেই ইঙ্গিতই দিলেন এই অভিনেতা।

সোমবার (২ জানুয়ারি) নেটমাধ্যমে পেটের অ্যাবস শো-অফ করে একাধিক ছবি পোস্ট করেছেন অভিনেতা। ‘ঠিক আছে। চলো এগোই। ২০২৩’, এইটুুকু ক্যাপশন দিয়েই নিজের তিনটি ছবি শেয়ার করেছেন হৃতিক।

Bkash July

ছবিতে কালো ফুল হাতা সোয়েট-শার্ট তুলে নিজের পেটের অ্যাবস শো-অফ করেছেন অভিনেতা। মাথায় ছিল কালো ক্যাপ। জিম সেশনের ফাঁকেই এই ছবি শেয়ার করেছেন হৃতিক। তাইতো অভিনেতার ৪৮ বছর বয়সেও এমন ফিটনেস দেখে রীতিমতো অবাক তার ভক্তরা।

কিছুদিন আগেই সপরিবারে সুইজারল্যান্ড থেকে ছুটি কাটিয়ে ফিরেছেন হৃতিক। প্রেমিকা সাবা আজাদ এবং দুই ছেলেকের সঙ্গে বড় দিনটা বিদেশের মাটিতে কাটিয়েছেন অভিনেতা। ক্রিসমাসে সুইজারল্যান্ড থেকে সকলের সঙ্গে ছবিও শেয়ার করেছিলেন তিনি।

Reneta June

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View