১০ জানুয়ারি ৫০ বছরে পা দিলেন হৃতিক রোশন। বলিউডে খুব অল্প বয়সেই ক্যারিয়ার শুরু করেন হৃতিক রোশন। ক্যারিয়ারের শুরুতেই সফল। মাঝে একটানা ব্যর্থতা এলেও, এখন বেশ ভাল সময় যাচ্ছে অভিনেতার। হৃতিকের ব্যক্তিগত নিয়ে ভক্তদের আগ্রহেরও কমতি নেই। জেনে নেওয়া যাক হৃতিকের সম্পত্তির তালিকায় কী আছে।
জানা গেছে, হৃতিক রোশন মোট ৩ হাজার কোটি রুপি সম্পত্তির মালিক। অভিনেতার বাড়ি জুহু ভার্সোভা লিংক রোডে। ৩৮ হাজার বর্গফুটে তার বাড়ি তৈরি। অভিনেতার এই বাড়ির বর্তমান বাজার মূল্য ১০০ কোটি।
হৃতিকের রয়েছে বিলাসবহুল গাড়ির শখ। অভিনেতার দশটিরও বেশি দামি গাড়ি রয়েছে। অভিনেতা রোলস-রয়েস ঘোস্ট সিরিজ ২-এর মালিক, যার দাম ৭ কোটি টাকা। এছাড়া তার কাছে রয়েছে অডি, মার্সিডিজ এবং পোর্শের মতো ব্র্যান্ডের একাধিক গাড়ি।
দামি গাড়ির সঙ্গে হৃতিকের রয়েছে ঘড়ির শখ। বিলাসবহুল ঘড়ি সংগ্রহ করা তার অন্যতম পছন্দের মধ্যে একটি।
অনেকগুলো জিম রয়েছে হৃতিকের। ভারতে ১১টি সহ বিশ্বের বেশ কয়েকটি স্থানে আছে জিমগুলো। সেখান থেকে অভিনেতার মোটা অঙ্কের অর্থ আয় হয়। অভিনেতা ২০১৩ সাল থেকে চালু করেছেন নিজের পোশাকের ব্র্যান্ডও।
সিনেমার জন্য কমপক্ষে ৩৫ থেকে ৭০ কোটি টাকা পারিশ্রমিক নেন হৃতিক। সিনেমা ছাড়াও তিনি মোটা অঙ্কের টাকা আয় করেন এনডোর্সমেন্ট থেকে। একটি বিজ্ঞাপনের জন্য তিনি বর্তমানে আট থেকে দশ লাখ টাকা নেন বলে জানা গিয়েছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস বাংলা








