চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

বিয়ের পিঁড়িতে বসছেন হৃত্বিক-সাবা

৪৯ বছরে পা রাখলেন বলিউডের অন্যতম সুদর্শন এবং স্টাইলিশ অভিনেতা হৃত্বিক রোশান। মঙ্গলবার (১০ জানুয়ারি) তার জন্মদিন। আর বিশেষ এই দিনেই জানা গেল অভিনেতার বিয়ের খবর।

সুজানের সঙ্গে বিচ্ছেদের পর গেল কয়েক মাস যাবত গায়িকা সাবা আজাদের সঙ্গেই হৃত্বিকের প্রেমের গুঞ্জন। রীতিমতো একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছেন হৃত্বিক-সাবা।

Bkash July

হৃত্বিক নিজেও কখনো প্রেমিকাকে লোকচক্ষুর আড়ালে রাখেননি। ইতিমধ্যে নতুন ফ্ল্যাট কিনে লিভ ইনও শুরু করেছেন তারা। এবার খুব শিগগির নাকি চারহাত এক হতে চলেছে হৃতিক-সাবার!

অভিনেতার ঘনিষ্ঠ মহলের দাবি, সাবার সঙ্গে ভীষণ খুশি তিনি। এছাড়া হৃত্বিকের দুই ছেলে রেহান-হৃদানও পছন্দ করে সাবাকে। এই মুহূর্তে বেশ কিছু কাজ রয়েছে হৃত্বিক-সাবার হাতে।

Reneta June

শোনা যাচ্ছে, বছর শেষেই কাজের দায়বদ্ধতা হালকা হতেই বিয়ের পিঁড়িতে বসবেন তারা। গোটা পরিবার উপস্থিত থাকবে তাদের বিয়েতে। সম্পর্কের প্রথম থেকেই রোশান পরিবারের পছন্দের পাত্রী সাবা। কিন্তু এই বিয়েতে হৃতিকের প্রাক্তন থাকবেন কি না, তা এখন জানা যায়নি।

বিবাহ বিচ্ছেদ হয়ে গেলেও হৃত্বিক-সুজানের বন্ধুত্ব এখনও অটুট। সুজানের সঙ্গে ১৪ বছরের দাম্পত্যের ইতি ঘটিয়ে একটা লম্বা সময় সিঙ্গেলও ছিলেন তিনি। কয়েকজন বলি নায়িকার সঙ্গে নাম জড়িয়েছে হৃত্বিকের সাথে।তবে এ বার মনে হচ্ছে, সাবার সঙ্গেই নতুন জীবনে পা রাখবেন হৃত্বিক।

সূত্র: বলিউড শাদিস ডটকম

Labaid
BSH
Bellow Post-Green View