কেমন ছিল ১০ হাজার ফুট উচ্চতায় বাইক রাইডিং?
প্রকৃতির কত যে লীলাখেলা রয়েছে, আর কি সুন্দর তাঁর রুপ! তা ভ্রমণে বের না হলে আপনি কখনই বুঝবেন না। তেমনই এক সৌন্দর্যের লীলাভূমি ভারতের লাদাখ। হিমালয়ের মরুভূমি হিসেবে পরিচিত লাদাখ মানেই স্বর্গীয় সৌন্দর্যের এক রূপকথার দেশ। সেই রুপকথার দেশে টানা ১২ দিনে ৬০০০ কিমি এর বেশি রাইড করে লাদাখ থেকে ঘুরে এসেছেন বাইক রাইডার সাব্বির হোসেন নয়ন। সঙ্গে ছিলেন বন্ধু রানা। প্রায় ১০ হাজার ফুট উচ্চতায় অবস্থিত লাদাখ ভ্রমণের অভিজ্ঞতা কেমন ছিল জানান নয়ন।