জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কানুপুর গ্রামে বিষপানে লিজা (২২) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। স্বামী ও শাশুড়ির নির্যাতন সহ্য করতে না পেরে সে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।
রোববার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধুর মৃত্যু হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় সাত বছর আগে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার কান্দা গ্রামের লিটন হোসেনের মেয়ে লিজাকে পাশ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার কানুপুর হিন্দুপাড়া গ্রামের জাহাঙ্গীর আলম (২৯) পরিবারিকভাবে বিয়ে করেন। তাদের সংসারে ৪ বছর ও ২ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে।
বিয়ের পর লিজার পরিবার জানতে পারে জাহাঙ্গীর আলম মাদকাসক্ত। স্বামী ও তার পরিবার বিভিন্ন ভাবে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন শুরু করে বলে অভিযোগ রয়েছে।

এরই ধারাবাহিকতায় গত ২৮ মে শনিবার পুনরায় নির্যাতন করলে সে বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আক্কেলপুর, পরে জয়পুরহাট হাসপাতালে নেওয়ার পর অবস্থার অবনতি হলে রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আজ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
লিজার চাচা মাসুদ রানা বলেন, আমার ভাতিজি লিজার বিয়ের পর জানতে পারি যে তার স্বামী জাহাঙ্গীর মাদকাসক্ত। মাঝে মাঝেই শোনা যায় আমার ভাতিজিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে তার স্বামী। স্বামীর নির্যাতনের প্রতিবাদ করলে তার শ্বাশুড়িও নির্যাতন করে তার উপরে। নির্যাতন ভয়ে মাঝে মাঝে ভাতিজি আমাদের বাড়িতে চলে আসতো। আমরা বুঝে শুনে আবার তাকে পাঠাতাম। কিন্তু গতকাল নির্যাতন সহ্য করতে না পেরে বিষপান করে আত্মহত্যা করে।
আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান বলেন, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। বিষয়টির তদন্ত চলছে।