বিএনপির সরকার পতনের আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, তারা দিবাস্বপ্ন দেখছে। তারা জনগণ থেকে দূরে সরে গিয়েছে। জনগণ তাদেরকে ত্যাগ করেছে। কাজেই তারা অনেক কথা বলেন, যেগুলোর বাস্তবতার সাথে মিল নেই।
মঙ্গলবার সুনামগঞ্জে বন্যা, আইন শৃঙ্খলা ও ত্রাণ কার্যক্রমসহ সার্বিক বিষয়ে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই বন্যায় সরকার জনগনের জন্য সবকিছু করছে। তাদের পুনর্বাসনের জন্য সবধরণের উদ্যোগ নেওয়া হবে। সেই রাতে প্রধানমন্ত্রী ঘুমাননি। দুর্গত মানুষের পাশে দাঁড়াতে সবাইকে তাৎক্ষণিক নির্দেশ দিয়েছেন।
সভায় পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানসহ স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসন, সেনা, পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ বক্তব্য রাখেন।পরে সরকারি জুবিল উচ্চ বিদ্যালয় মাঠে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী।