এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ইংলিশ প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগ কোথাও বড় ম্যাচের আবহ কাটছেই না ম্যানচেস্টার সিটির। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে খেলার পর নামতে হয়েছিল নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে। নিউক্যাসলকে বড় ব্যবধানে হারালেও কিছুটা শঙ্কা দেখা দেয় সিটিজেনদের মধ্যে।
গোলমেশিং আর্লিং হালান্ডকে হাঁটুর চোটে কিছুটা ভুগতে দেখা গিয়েছিল। আপাতত স্বস্তি ফিরেছে ট্রেবলজয়ীদের। মঙ্গলবার দলের সাথে অনুশীলন করেছেন নরওয়ের তারকা। সঙ্গে ছিলেন চোটজর্জর জ্যাক গ্রিলিশ, নাথান আকে এবং রুবেন ডিয়াজরা।
নিউক্যাসল ম্যাচে হালান্ডের চোটে পড়া নিয়ে ম্যাচ শেষে পেপ গার্দিওলা জানিয়েছিলেন, ‘যখন হালান্ড পড়েছিলে, তখন আমরা সবাই ভয় পেয়েছিলাম। কিন্তু তারপর যখন সে অন্য সময়ের মতো হাসতে হাসতে বের হয়েছে, আমরা কিছুটা আশ্বস্ত হয়েছিলাম। তার সাথে বা ডাক্তারের সাথে আমার এখনও কথা হয়নি, তবে আশা করছি সে ভালো আছে।’
সিটিজেনরা চ্যাম্পিয়ন্স লিগে দ্বিতীয় লেগে বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত দুইটায় নামবে রিয়াল মাদ্রিদের মাঠে। প্লে-অফের প্রথম খেলায় ইতিহাদে ৩-২ গোলে হেরেছে ম্যানসিটি। বার্নাব্যুতে দ্বিতীয় লেগের খেলায় নির্ধারিত হবে পরবর্তী রাউন্ডের যাওয়ার পথ। বার্নাব্যু থেকে ফেরার পর ২৩ ফেব্রুয়ারি লিগে লিভারপুলের সাথে খেলতে হবে বর্তমান চ্যাম্পিয়নদের।








