২০২৩ সালে ঢালিউড ইন্ডাস্ট্রিতে মুক্তি পেয়েছে অর্ধশতাধিক সিনেমা। এরমধ্যে বেশ কয়েকটি সিনেমা পেয়েছে ‘ব্যবসাসফল’ এর তকমা! সিনেমার পাশাপাশি বেশ কয়েকটি হিট গানও ছিলো এবছর। চ্যানেল আই অনলাইন পাঠকদের জন্য থাকলো সিনেমার আলোচিত গানগুলো-
কথা আছে [লিডার]
কথা ও কণ্ঠ: তবীব মাহমুদ। মিউজিক: শুভ্র রাহা
সুরমা সুরমা [লিডার]
কথা: জাহিদ আকবর। কণ্ঠ: ইমরান ও কোনাল। সংগীত আয়োজন: নাভেদ পারভেজ।
ঈশ্বর [প্রিয়তমা]
কথা: সুমেশ্বর অলি। কণ্ঠ: রিয়াদ। সুর ও সংগীত: প্রিন্স মাহমুদ।
প্রিয়তমা [প্রিয়তমা]
কথা: আসিফ ইকবাল। কণ্ঠ: বালাম ও কোনাল। মিউজিক: আকাশ সেন।
মেঘের নৌকা [প্রহেলিকা]
কথা: আসিফ ইকবাল। কণ্ঠ: ইমরান ও কোনাল। সংগীতায়োজন: ইমরান।
কলিজা আর জান [সুড়ঙ্গ]
কথা: রাসেল মাহমুদ ও আরাফাত মহসিন। কণ্ঠ: দিলশাদ নাহার কনা। সুর ও সংগীতায়োজন: আরাফাত মহসিন।
যাচ্ছো কোথায় [১৯৭১ সেইসব দিন]
কথা: হৃদি হক। কণ্ঠ: কামরুজ্জামান রনি ও ইশরাত। সুর ও সংগীতায়োজন: দেবজ্যোতি মিশ্র।
অচিন মাঝি [মুজিব]
কথা: জাহিদ আকবর। সংগীতায়োজন: শান্তুনু মৈত্র।
ঢাকা/এমটিএল








