এই খবরটি পডকাস্টে শুনুনঃ
সিলেট থেকে: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরের দ্বিতীয় দিনেই হ্যাটট্রিকের দেখা মিলেছে। সিলেট টাইটানসের বিপক্ষে দ্বিতীয় ইনিংসের ১৮তম ওভারে হ্যাটট্রিক করেন নোয়াখালী এক্সপ্রেসের পেসার মেহেদী হাসান রানা। এ নিয়ে বাংলাদেশের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে নবম হ্যাটট্রিকের দেখা মিলল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার ১৮ বলে তখন ২৪ রান দরকার সিলেটের জয়ের জন্য। হাতে ছিল ৫ উইকেট। বলা চলে জয়ের কাছাকাছিই ছিল স্বাগতিকরা। কিন্তু মুহূর্তেই নীরব হয়ে গেল সিলেটের গ্যালারি।
১৮তম ওভার করতে এসে নো-বলসহ ৫ রান দেন মেহেদী হাসান রানা প্রথম তিন বলে। পরের ৩ বলে সিলেটের তিন ব্যাটারকে পরপর ধরালেন সাজঘরের পথ।
একে একে আউট করেন দলটির অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ ও খালেদ আহমেদকে। আর তাতেই বিপিএলের চলমান আসরের প্রথম হ্যাটট্রিক তুলে নেন রানা। আর বিপিএল ইতিহাসে তার করা হ্যাটট্রিকটি নবম।
২০১২ সালে বিপিএলের অভিষেক আসরে দেখা গিয়েছিল এক হ্যাটট্রিকের। এর মধ্যে একাধিক হ্যাটট্রিক দেখা যায় দুই আসরে, ২০১৯ বিপিএলে সর্বোচ্চ তিনটি হ্যাটট্রিক এবং ২০২৪ সালে দুটি হ্যাটট্রিক হয়েছে।
অভিষেক আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের বিপক্ষে দুরন্ত রাজশাহীর পাকিস্তানি পেসার মোহাম্মদ সামি প্রথম হ্যাটট্রিক করেছিলেন। এরপর ২০১৫ আসরে সিলেট সুপারস্টারসের বিপক্ষে বরিশাল বুলসের আল-আমিন হোসেন। ২০১৯ আসরে তিনটি হ্যাটট্রিকে নাম লেখান- রংপুর রাইডার্সের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের আলিস আল ইসলাম, খুলনা টাইটানসের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ওহাব রিয়াজ ও চিটাগাং ভাইকিংসের বিপক্ষে ঢাকা ডায়নামাইটসের আন্দ্রে রাসেল।
এছাড়া ২০২২ বিপিএলে অভিষেক ম্যাচেই মৃত্যুঞ্জয় চৌধুরী চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে হ্যাটট্রিক করেন, প্রতিপক্ষ ছিল সিলেট সানরাইজার্স। ২০২৪ আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে দুর্দান্ত ঢাকার শরিফুল ইসলাম এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মঈন আলি একই কীর্তি গড়েন।








