চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

হিন্দি ছবি এলে আপত্তি নেই, তবে…

শুক্রবার (২ ডিসেম্বর) জমকালো আয়োজনে বন্দর নগরী চট্টগ্রামে চালু হলো স্টার সিনেপ্লেক্সের ৬ষ্ঠ শাখা। তিনটি স্ক্রিনে ৪৮০টি সিট নিয়ে শুক্রবার সন্ধ্যায় ঢাকার বাইরে যাত্রা শুরু করে দেশের সর্বাধুনিক এই সিনে থিয়েটার।

চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে স্টার সিনেপ্লেক্স এর নতুন এই শাখা উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

উদ্বোধন শেষে মন্ত্রী জানান, সবার সম্মতি থাকলে সিনেপ্লেক্সে ভারতীয় সিনেমা প্রদর্শনে কোনো বাধা থাকবে না। এসময় মন্ত্রীর পাশেই ছিলেন অভিনয়শিল্পী দম্পতি রাজ-পরী। তাদের উদ্দেশ করে মন্ত্রী বলেন, এখানে রাজ-পরীকে দেখলাম। ওরা যদি রাজি হয়, ওদের কলিগরা যদি রাজি থাকে, তাহলে ভারতীয় সিনেমা আনতে আমার পক্ষ থেকেও কোনো আপত্তি নেই।

মন্ত্রী বলেন, ‘বছরে ১০-১২টা হিন্দি ছবি আসার ক্ষেত্রে আমার ব্যক্তিগত আপত্তি নেই। তবে দেশের সিনেমা সংশ্লিষ্ট সব মানুষ ও সংগঠনকে একমত হতে হবে। না হলে কিছুই সম্ভব হবে না।’

মন্ত্রী নিজেই ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কাজে যুক্ত ছিলেন জানিয়ে বলেন, এখনও সুচিত্রা সেনের সিনেমা দেখলে চোখে পানি চলে আসে। বক্তব্যের শেষে তিনি সিনেপ্লেক্সের ১০০টি শাখা চালু করার প্রত্যাশার কথা জানান।

উদ্বোধনকালে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রুহেল বলেন, চট্টগ্রামে প্রচুর সিনেমাপ্রেমী দর্শক রয়েছেন, যারা স্টার সিনেপ্লেক্সের মতো একটি মাল্টিপ্লেক্স প্রত্যাশা করেন। আমি নিজে চট্টগ্রামের মানুষ। অনেকেই আমাকে তাদের চাওয়ার কথা বলেছেন। বলা চলে চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের দাবী ছিল এটি। এই দাবী পূরণের কাজটি আরও আগেই করতে চেয়েছিলাম। নানা কারণে হয়ে ওঠেনি। এবার কাজটি করতে পেরে আমি আনন্দিত।

তিনি আরও বলেন, দেশের সিনেমা ইন্ডাস্ট্রির প্রসারে আমাদের এই উদ্যোগ অব্যাহত থাকবে। আমরা বিশ্বাস করি, বাংলা সিনেমার সুদিন আবার ফিরে আসবে। পরিবার-পরিজন নিয়ে হলে গিয়ে সিনেমা দেখার সংস্কৃতি আবার চালু হবে। এর জন্য যে পরিবেশ প্রয়োজন সেটা তৈরির চেষ্টা করছি আমরা।