হেলিকপ্টারে করে বউ নিয়ে গেলেন হরিজন সম্প্রদায়ের বর
হেলিকপ্টারে করে কুড়িগ্রাম থেকে নেত্রকোনায় নববধুকে নিয়ে গেলেন হরিজন সম্প্রদায়ের বর শ্রী অপু বাসফোরক্ষ। প্রয়াত পিতা দিলিপ বাসফোরের ইচ্ছা পূরণে হেলিকপ্টার ভাড়া করে কুড়িগ্রাম শহরের ভুট্র হরিজনের কন্যা শ্রীমতি শনিতা রানীকে বিয়ে করে বউ নিয়ে বাড়ি গেলেন তিনি। এদিকে বুধবার দুপুরে কুড়িগ্রাম স্টেডিয়ামে অবতরণ করা হেলিকপ্টার ও বর-কনেকে দেখতে ভিড় জমায় শত শত মানুষ। নিরাপত্তার ব্যবস্থা নেয় প্রশাসন।
