এই খবরটি পডকাস্টে শুনুনঃ
প্যারিস অলিম্পিকে মেয়েদের হ্যান্ডবলে সোনা জিতেছে নরওয়ে। আসরে নরওয়ের দ্বিতীয় সোনা এটি। সবমিলিয়ে চতুর্থ পদক। আর ওয়াটার পোলোতে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে স্পেন।
মেয়েদের হ্যান্ডবলের ফাইনালে স্বাগতিক ফ্রান্সকে ২৯-২১ ব্যবধানে হারিয়ে সোনা জিতেছে নরওয়ে। ব্রোঞ্জের লড়াইয়ে সুইডেনকে ৩০-২৫ গোলে হারিয়ে পদক জিতেছে ডেনমার্ক।
মেয়েদের ওয়াটার পোলোতে অস্ট্রেলিয়াকে ১১-৯ গোলে হারিয়েছে সোনা জিতেছে স্পেন। ম্যাচ শেষ হওয়ার ১ মিনিট ৫০ সেকেন্ড আগেও স্প্যানিশরা এগিয়ে ছিল ১১–৬ গোলে, শেষ মুহর্তে ৩ গোল করলেও রৌপ্য নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে অস্ট্রেলিয়াকে। যুক্তরাষ্ট্রকে ১১-১০ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে নেদারল্যান্ডস।








