এই খবরটি পডকাস্টে শুনুনঃ
জুনের ফিফা উইন্ডোতে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। শক্তিশালী সিঙ্গাপুরের বিপক্ষে এএফসি এশিয়ান কাপ বাছাই ম্যাচের আগে বুধবার, ৪ জুন ভুটানের বিপক্ষে খেলবে প্রীতি ম্যাচ। ম্যাচের আগেরদিন সংবাদ সম্মেলনে আশার কথা বলেছে বাংলাদেশ দল।
বাংলাদেশ দলের প্রাণভোমরা ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা দেওয়ান চৌধুরীর সাথে যুক্ত হচ্ছেন আরেক মিডফিল্ডার সামিত সোম এবং উইঙ্গার ফাহমিদুল ইসলাম। আছেন সৈয়দ কাজেম শাহ কিরমানি। দেশের ফুটবলের জোয়ারে অন্য সময়ের থেকে অনেক ভালো অবস্থায় দল। এসময়ে ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প ভাবছেন না প্রধান কোচ হাভিয়ের ক্যাবরেরা।
ভুটানের বিপক্ষে নামার আগে সংবাদ সম্মেলনে ক্যাবরেরা বলেছেন, ‘ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে থাকবেন দলের অন্যতম সেরা ভরসা হামজা চৌধুরী। এতে এ তারকার ঘরের মাঠের অভিজ্ঞতা হবে। আশা করছি দল কাঙ্ক্ষিত ফলাফল এনে দেবে।’
রোববার ইংল্যান্ড থেকে বাংলাদেশে আসেন হামজা। বিকেলে জাতীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো অনুশীলনে নামেন লেস্টার সিটির তারকা। বুধবার জাতীয় দলের হয়ে অভিষেক হতে পারে ফাহমিদুল-সামিতেরও।
২৮মে ২৬ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন প্রধান কোচ ক্যাবরেরা। অধিনায়ক জামাল ভূঁইয়ার নেতৃত্বে আছেন তারিক কাজীর মতো ডিফেন্ডার। ফুটবলপ্রেমীরা মুখিয়ে আছেন হামজা-ফাহমিদুল-সামিত ত্রয়ীর কারিকুরি দেখতে।








