ইসরাইলের সাথে ৫ দিনের যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত জানিয়েছে হামাস
ইসরাইলের সাথে সম্ভাব্য ৫ দিনের যুদ্ধবিরতি চুক্তি প্রায় চূড়ান্ত বলে জানিয়েছে হামাস। তারা জানিয়েছে, কয়েক ঘণ্টার মধ্যে এ ব্যাপারে বিস্তারিত জানা যাবে। গাজায় ইন্দোনেশিয়ান হাসপাতালে ইসরাইলের বিমান হামলায় চিকিৎসাকর্মীসহ কমপক্ষে ১২জন নিহত হয়েছেন। হাসপাতালটিতে আটকা পড়েছেন ৫শ’ মানুষ। আল শিফা হাসপাতালের ইনকিউবেটরে চিকিৎসাধীন শিশুদের মিশরে নেওয়া হয়েছে। ৭ই অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় ইসরাইলী হামলায় কমপক্ষে ১৩ হাজার ৩শ’ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিজ্ঞাপন