৪১৫ জন যাত্রী নিয়ে স্থানীয় সময় সকাল পৌনে আটটায় সৌদি আরবের জেদ্দার বাদশা আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে বাংলাদেশ থেকে এ বছরের হজের প্রথম ফ্লাইট।
এর আগে রোববার রাত পৌনে ৪টায় ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরকারি ব্যবস্থাপনার ৪১৫ জন হজযাত্রী নিয়ে জেদ্দার উদ্দেশে যাত্রা করে।
রোববার ভোরে বাংলাদেশ থেকে হজের প্রথম ফ্লাইট আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিমান ও ধর্ম প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্টরা। সেসময় এবছরের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধনের ঘোষণা দেন তারা।
প্রথম ফ্লাইট থেকেই সৌদি আরব অংশের ইমগ্রেশনও ঢাকার হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
সরকারি বেসরকারি মিলে এবছর বাংলাদেশ থেকে ১ লাখ ২২ হাজার ২শ ২১ জনের হজে যাওয়ার কথা রয়েছে।







