
ইংলিশ প্রিমিয়ার লিগে দুর্দান্ত মৌসুম কাটাচ্ছেন আর্লিং হালান্ড। তার অনবদ্য পারফরম্যান্সে ম্যানসিটির ঘরে এসেছে প্রিমিয়ার লিগ শিরোপা। সামনে রয়েছে আরও দুটি শিরোপা জয়ের সুযোগ, এফএ কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ। দলীয় অর্জনের পর এবার হালান্ডের ব্যক্তিগত অর্জনেও ধরা দিল স্বীকৃতি। প্রিমিয়ার লিগে মৌসুম সেরা নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির তারকা ফরোয়ার্ড।
চলতি মৌসুমে সিটিতে যোগ দেন হালান্ড। গার্দিওলার শিষ্য হয়ে মৌসুম জুড়ে গোলের ঝড় তুলেছিলেন। লিগে এখন পর্যন্ত ৩৫ ম্যাচ খেলেছেন নরওয়ে ফরোয়ার্ড। গোল দিয়েছেন ৩৬টি। গোল করিয়েছেন ৮টি।
প্রিমিয়ার লিগে দুর্দান্ত খেলা হালান্ড অনবদ্য ছিলেন অন্য সব প্রতিযোগিতাতেও। সিটিকে চ্যাম্পিয়ন্স লিগ ও এফএ কাপের ফাইনালে নেয়ার পথেও রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। চ্যাম্পিয়ন্স লিগে ১০ ম্যাচে ১২ গোল করেছেন এই স্ট্রাইকার। এফএ কাপে করেছেন ৩ ম্যাচে ৩ গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে ৫১ ম্যাচে হলান্ডের গোল সংখ্যা ৫২টি।
সেরার লড়াইয়ে এই মৌসুমে সংক্ষিপ্ত তালিকায় ছিলেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইন, আর্সেনালের মার্টিন ওডেগার্ড, বুকায়ো সাকা, ম্যানচেস্টার ইউনাইটেডের মার্কাস র্যাশফোর্ড, টটেনহ্যাম হটস্পারের হ্যারি কেইন ও নিউক্যাসল ইউনাইটেডের কিরান ট্রিপিয়ার।

এর আগে ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন হালান্ড।