চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

হালান্ডের প্রেমে পড়েছি!

KSRM

ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে পড়ে পরাজয়ের শঙ্কায় ছিল ইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। ৫৩ মিনিটে বের্নার্দো সিলভার গোলে ব্যবধান কমলেও হার এড়ানোর জন্য যথেষ্ট ছিল না। এরপর সিটির মাঠ ইতিহাদে প্রথম গোল করে সমতা টানেন আর্লিং হালান্ড। পরে হ্যাটট্রিকের উদযাপনে মেতে দলের ৪-২ গোলের জয়ে রাখেন বড় ভূমিকা।

হালান্ড বীরত্বে অভিভূত ম্যানসিটি কোচ পেপ গার্দিওলা। বলেছেন, দলে সে দ্রুত মানিয়ে নিতে পেরেছে। ৫১ মিলিয়ন পাউন্ডে বরুশিয়া ডর্টমুন্ড থেকে সিটিতে খেলতে আসা ফুটবলারকে নিয়ে কোচ বন্দনায় মেতেছেন।

Bkash July

‘গুরুত্বপূর্ণ বিষয় হল সে পৃথিবীর বুকে সুন্দর এক মানুষ। আমরা তার প্রেমে পড়েছি। শুধুমাত্র তার গোলগুলোর জন্য নয়, সে কতটা আনন্দ দিয়েছে এটা আসল ব্যাপার।’

‘আমি তার আচরণ ও শরীরী ভাষা দেখেছি। যখন খেলোয়াড়দের শরীরী ভাষার দিকে মনোযোগ দেবেন, দেখবেন মাঠে হালান্ড সঠিক অবস্থানে থাকে।’

Reneta June

ইপিএলে মৌসুমের সর্বাধিক গোলদাতার তালিকায় এখন শীর্ষে হালান্ড। ডিয়েগো কস্তা, সিটির কিংবদন্তি সার্জিও অ্যাগুয়েরো ও মাইক কুইনের পর চতুর্থ ফুটবলার হিসেবে প্রিমিয়ার লিগে প্রথম ৪ ম্যাচে ৬ গোল করার কীর্তি গড়েছেন। ৩১ আগস্ট নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে ঘরের মাঠে খেলবে ম্যানসিটি। গোলসংখ্যা আরও বাড়িয়ে নেয়ার সুযোগ হালান্ডের।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View