চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

শিরোপা চাই? গার্দিওলার কাছে সব শিরোপা আছে

KSRM

উয়েফা সুপার কাপে প্রথমবার অংশ নিয়েই ট্রফি জয়ের স্বাদ পেয়েছে গত মৌসুমে ট্রেবলজয়ী ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। কোচ পেপ গার্দিওলার লক্ষ্য এখন আরও বিস্তৃত। সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, সিটিজেনদের কাছে সব শিরোপা আছে।

ম্যানসিটি প্রথমবার ফাইনাল খেলতে নেমে প্রতিপক্ষ পায় স্প্যানিশ ক্লাব সেভিয়াকে। নির্ধারিত সময়ে ১-১ সমতায় কেউ কাউকে হারাতে না পারলেও টাইব্রেকারে মোমেন্টাম কাজে লাগায় ইংলিশ জায়ান্ট দলটি। ৫-৪ ব্যবধানে শিরোপা জিতে নেয়।

সিটিজেনদের প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো গার্দিওলা পরে বলেছেন, ‘ক্লাবের হয়ে এ শিরোপা জিততে পেরে আমরা দারুণ খুশি। শিরোপার বৃত্ত পূর্ণ করতে আমরা মাত্র একটি শিরোপা ঘরে তুলতে পারিনি এবং আমাদের কাছে সব শিরোপা আছে।’

গার্দিওলা নতুন মৌসুমে দলের প্রস্তুতির অভাব লক্ষ্য করেছেন এবং গ্রীসের রাজধানী এথেন্সের খেলায় সেটির প্রভাব পড়েছে। বেলজিয়ান কেভিন ডি ব্রুইন এবং পর্তুগালের বের্নার্দো সিলভার অনুপস্থিতি দারুণ ভুগিয়েছে ক্লাবটিকে।

গুরুত্বপূর্ণ দুই খেলোয়াড়ের অনুপস্থিতি নিয়ে বাজে অবস্থায় আছেন গার্দিওলা, স্বীকার করেছেন সিটিও- ‘আমাকে বলতেই হবে, আমরা খুব একটা ভালো অবস্থানে নেই।’

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View