চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ডা. জাফরুল্লাহ চৌধুরীকে গার্ড অব অনার

সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহ আজ সকাল থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়েছে। একই স্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে গার্ড অব অনার প্রদান করা হয়।

আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন শেষে তাকে এই রাষ্ট্রীয় সম্মাননায় ভূষিত করা হয়। ঢাকা জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত ম্যাজিস্ট্রেট মো. হেদায়দুল ইসলাম গার্ড অব অনারের আয়োজন করেন। তার তত্ত্বাবধানে পুলিশের একটি দল এতে নেতৃত্ব দেন।

এ সময় তার মরদেহ বহনকারী কফিনটি জাতীয় পতাকায় মুড়ে দেওয়া হয়। বাংলাদেশের জন্মলগ্ন থেকেই দেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন শাখায় এবং মানবতার কল্যাণে নিঃস্বার্থ অবদানের জন্য তাকে এই বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এসময় তার পরিবারের সদস্যরা ছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন স্তরের বিশিষ্টজনেরা।

বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ ওষুধ নীতির অন্যতম প্রণেতা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৮১ বছর। তার মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গন ও নাগরিক সমাজে শোকের ছায়া নেমে এসেছে।