চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ফ্রেঞ্চ ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ-আলকারাজ

রাজনৈতিক মন্তব্য করে বিতর্কে জড়ালেও নিজের কাজটা ঠিকঠাক করে চলেছেন নোভাক জোকোভিচ। হাঙ্গেরির মার্টন ফুকসোভিকসকে ৩-০ সেটে হারিয়ে ফ্রেঞ্চ ওপেনে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন সার্বিয়ান টেনিস তারকা।

রোলাঁ গারোঁতে প্রথম সেটে টাইব্রেকারে ৭-৬ ব্যবধানে জেতেন ৩৬ বর্ষী জোকার। রাফায়েল নাদালকে ছাড়িয়ে ২৩তম গ্র্যান্ড স্লাম জয়ের পথে থাকা তারকা দ্বিতীয় সেটে প্রতিপক্ষকে ৬-০ ব্যবধানে উড়িয়ে দেন। তৃতীয় সেটে ৬-৩ ব্যবধানে জয়ে পরের রাউন্ডে পা রাখেন র‍্যাঙ্কিংয়ের তিন নম্বর জোকো।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

আরেক খেলায় র‍্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা কার্লোস আলকারাজ জাপানের তারো ড্যানিয়েলকে ৩-১ সেটে হারিয়ে তৃতীয় রাউন্ডে পা রেখেছেন। প্রথম সেটে স্প্যানিশ সেনসেশন অনায়াসে ৬-১ ব্যবধানে জয় পান। দ্বিতীয় সেটে ৬-৩ ব্যবধানে হারলেও পরে ঘুরে দাঁড়ান। ২০ বর্ষী আলকারাজ তৃতীয় ও চতুর্থ সেট ৬-১ এবং ৬-২ ব্যবধানে জিতে যান।

মেয়েদের এককে স্বদেশী ইরিনা শায়মানোভিচকে ৭-৫ ও ৬-২ ব্যবধানে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট কেটেছেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেন জয়ী র‍্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা সাবালেঙ্কা ক্লে কোর্টেও শিরোপা প্রত্যাশী।

অস্ট্রেলিয়ার স্টর্ম হান্টারের বিপক্ষে ২-১ সেটের অপ্রত্যাশিত জয় পেয়েছেন এলিনা সুইতোলিনা। গত অক্টোবরে কন্যা সন্তানের জন্ম দেন ইউক্রেনের খেলোয়াড়, পরে গত জানুয়ারিতে অনুশীলনে ফেরেন।

২৮ বর্ষী সুইতোলিনা প্রথম সেটে ৬-২ গেমে জিতলেও পরেরটিতে ৬-৩এ হেরে যান। তৃতীয় সেটে ৬-১ গেমে জিতে তৃতীয় রাউন্ডের টিকিট পান ইউক্রেনিয়ান তারকা।