রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর ইউক্রেন থেকে প্রথমবার শস্যবোঝাই জাহাজ ছাড়তে শুরু করেছে। সোমবার স্থানীয় সময় সকালে প্রথম একটি জাহাজ ওডেসা বন্দর ছেড়ে গেছে। মোট ২ কোটি টন শস্য নিয়ে ১৬টি জাহাজ প্রথম ধাপে রপ্তানির জন্য রওনা হবে। ইউক্রেন থেকে শস্য রপ্তানি শুরু হওয়ায় বিশ্বে খাদ্য সঙ্কট কিছুটা হলেও কমবে বলে মনে করা হচ্ছে।






