এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ ৯ মাস সংস্কারের নামে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার পরও অমীমাংসিত কিছু বিষয় চাপিয়ে দিতে চাইলে এর দায় বিএনপি নেবে না। এর দায় সরকারকে নিতে হবে।
মঙ্গলবার ১১ নভেম্বর দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার কে কে বাড়ি লক্ষ্মীরহাট উচ্চ বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি চাই না। আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে কথা দিচ্ছি সব মামলা তুলে নেওয়া হবে। আমরা ভালবাসা ও প্রেমের মধ্য দিয়ে থাকতে চাই।
তিবি আরও বলেন, এলাকায় একটাও এনসিপি নেই। তাহলে তাদের ভোটটা হবে কীভাবে? সে কারণে তারা জামায়াতের সঙ্গে সুর মেলায়। তারা পিআর চায়। জনগণ পিআর বোঝে না। এটা হচ্ছে মানুষকে বিভ্রান্ত করা, ভুল বোঝানো।
মির্জা ফখরুল বলেন, শেখ হাসিনাকে বলতে চাই, আর ওইসব পাগলামি কইরেন না। ওই অত্যাচার-নির্যাতন করে অতীতে শাসন করতে পারেননি, সামনে আর ভয় দেখিয়ে শাসন করতে পারবেন না। বরঞ্চ বাংলাদেশের জনগণের সামনে দুই হাত তুলে মাফ চান; বলেন যা করছি ভুল করছি, শেষ বয়সে গুলি করে মারছি, ভুল করেছি। আমাকে আপনারা মাফ করে দেবেন।
জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি বলেন, একটা রাজনৈতিক দল খালি নামটাই বলি আপনাদের, জামায়াতে ইসলামী বাংলাদেশ। তারা জনগণের ওপর জবরদস্তি করতে চাচ্ছে। আবার বলে যে গণভোট করতে হবে। গণভোটটা কী? ওনারা একটা তালিকা দেবেন, এগুলো মানি কিনা, যদি মানি তাহলে বলতে হবে হ্যাঁ, আর যদি না মানি তাহলে বলতে হবে না। একটা ব্যালট দেবে, ব্যালটে লেখা থাকবে হ্যাঁ আর না। আমাদের তো এটা অভ্যাস নেই। আবার সেটা বলছে, ভোট হবে পরে আর ওই হ্যাঁ না ভোট হবে আগে। আমাদের ওই হ্যাঁ না ভোট ভাই ওই একটা দিনই হবে। দুইটা ব্যালট থাকিবে, একটাতে হ্যাঁ-না, আরেকটা ব্যালটে যেটা সিল মারা লাগিবে যেইটা মোক পছন্দ (যেটা আমাদের পছন্দ)। আমরা সত্যিকার অর্থে নতুন বাংলাদেশ গড়তে চাই।
জামায়াতে ইসলামীকে উদ্দ্যেশ করে বিএনপি মহাসচিব আরও বলেন, তারা জবরদস্তিমূলকভাবে আজকে সরকারকে বাধ্য করতে চাচ্ছে। ওদের দাবি মানতেই হবে। কি দাবি, ওদের পিআর লাগবে পিআর। পিআর বুঝেন কেউ? বোঝেন নাকি? মুই তো বুঝিবান নও (আমিও তো বুঝি না)। ভোট দিবেন আপনি এখানে আর এমপি হবে ঢাকায়। এই সিস্টেমটা আমরা মেনে নিতে পারি ভাই? এজন্য আমরা বলছি এই সিস্টেম মানি না।








