এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে গুগলের ডিজিটাল লেনদেন প্ল্যাটফর্ম ‘গুগল পে’। মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এক অনুষ্ঠানে এই সেবার উদ্বোধন করবেন।
প্রযুক্তি জায়ান্ট গুগল এবং আন্তর্জাতিক কার্ড নেটওয়ার্ক মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় সেবা চালু করছে সিটি ব্যাংক। গুগল পের সঙ্গে অংশীদারিত্ব করা দেশের প্রথম ব্যাংক হিসেবে ইতিহাসে নাম লেখাচ্ছে প্রতিষ্ঠানটি।
প্রাথমিকভাবে সিটি ব্যাংকের মাস্টারকার্ড ও ভিসা কার্ড ব্যবহারকারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটে সংযুক্ত করে গুগল পে-এর সুবিধা নিতে পারবেন। ধাপে ধাপে অন্যান্য ব্যাংকের কার্ডও এই সেবার আওতায় আনা হবে।
গুগল পে-এর মাধ্যমে গ্রাহকরা তাদের অ্যান্ড্রয়েড ফোনের সাহায্যে দেশ-বিদেশের যেকোনো পয়েন্ট অব সেল (পিওএস) টার্মিনালে ট্যাপ করে দ্রুত, নিরাপদ ও ঝামেলাহীন লেনদেন সম্পন্ন করতে পারবেন। এতে আর পৃথকভাবে কার্ড বহনের ঝামেলা থাকবে না।
সেবাটি ব্যবহারের জন্য গ্রাহকদের অবশ্যই একটি অ্যান্ড্রয়েড স্মার্টফোন থাকতে হবে। গুগল পে অ্যাপ ইনস্টল করে সিটি ব্যাংকের কার্ড সংযুক্ত করার পর বিভিন্ন দোকান, শপিং সেন্টার বা রেস্তোরাঁয় ফোন ট্যাপ করেই বিল পরিশোধ করা যাবে।
এ সেবার মাধ্যমে লেনদেনের সময় গ্রাহকদের থেকে কোনো ধরনের ফি নেয়া হবে না। পাশাপাশি গ্রাহকের কার্ডের মূল তথ্যের পরিবর্তে বিশেষ সুরক্ষিত টোকেন ব্যবহার করে ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করবে গুগল পে।








