চট্টগ্রামে পাহাড়তলী কৃষি গবেষণা কেন্দ্রে পরীক্ষামূলক বারি আমÑ ১১’র ভালো ফলন হয়েছে। একই গাছে মুকুল, সাথে ছোট কুঁড়ি এবং পাকা আমে ভরপুর বাগানগুলো। বারি আম ১১ জাতটি সর্বত্র ছড়িয়ে দিতে পারলে দেশীয় সুস্বাদু আম সারা বছর ভোক্তারা খাওয়ার সুযোগ পাবেন, বলছেন গবেষকরা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।






