চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

গার্দিওলার তুরুপে নতুন তাস

মৌসুম শুরুর ৩ সপ্তাহ আগে ইউক্রেনিয়ান মিডফিল্ডার আলেক্সান্ডার জিনচেঙ্কোকে হারায় ম্যানচেস্টার সিটি। বিকল্প আনতে খুব বেশি দেরি করেননি পেপ গার্দিওলা। বেলজিয়ান ক্লাব আন্ডালেখটের লেফট ব্যাক সার্জিও গোমেজকে টেনেছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়নরা।

চার বছরের চুক্তিতে ম্যানসিটিতে পা রেখেছেন গোমেজ। ১৩ মিলিয়নে যোগ দিলেও মূল্য বাড়ার সম্ভাবনা রয়েছে স্প্যানিশ মিডফিল্ডারের। ২১ বর্ষী তারকাকে আনার কথা মঙ্গলবার জানিয়েছে সিটিজেন কর্তৃপক্ষ।

ইংলিশ চ্যাম্পিয়নদের ডেরায় জায়গা পেয়ে আনন্দিত গোমেজ। পেপের তত্ত্বাবধায়নে খেলা ক্যারিয়ারের জন্য বিশেষ কিছু বয়ে আনবে বলেই মনে করছেন। ইতিহাদে মেডিকেল টেস্টের আনুষ্ঠানিকতাও সেরে ফেলেছেন।

‘সিটিতে যোগ দিতে পেরে বেশ খুশি এবং গর্বিত। এটা ইংল্যান্ডের সেরা দল। পেপ গার্দিওলার তত্ত্বাবধায়নে থেকে আমার অনেককিছু শেখার আছে। তিনি বিশ্বেসেরা কোচদের একজন। এই ক্লাবে সুযোগ পাওয়াটা আমার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো।’

বার্সেলোনার লা মাসিয়ায় বেড়ে ওঠা গোমেজ ২০১৮ সালে যোগ দেন বরুশিয়া ডর্টমুন্ডে। পরের ২ বছর ধারে স্প্যানিশ ক্লাব হুয়েস্কার হয়ে খেলেছেন। ২০২১এ মাত্র দেড় মিলিয়ন ইউরোয় আন্ডালেখটে যান।

বেলজিয়ান অধিনায়ক ভিনসেন্ট কোম্পানির নেতৃত্বে আন্ডালেখটে গত বছরটা দুর্দান্ত কাটিয়েছেন গোমেজ। এক মৌসুমে সেখানে ধারাবাহিকভাবে ৫০ ম্যাচে পারফর্ম করে পেয়েছেন ক্লাবটির বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব। ৭ গোল ও ১৫ অ্যাসিস্টে নজর কেড়েছেন গার্দিওলার।