বাংলাদেশের ফুটবলের ইতিহাসে সোনালী অতীত ক্লাব একটি বিশেষ নাম। দেশের ফুটবলের গৌরবময় দিনের তারকা খেলোয়াড়দের নিয়ে গঠিত ক্লাবটি। সোনালী সময়ের মাঠ কাঁপানো সকল তারকাদের মিলনমেলা হয়ে গেল।
বুধবার ধানমন্ডির শেখ জামাল মাঠে প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল সোনালী অতীত ক্লাবের দুই শাখা ‘ঢাকা সোনালী অতীত’ ও ‘রংপুর সোনালী অতীত। ম্যাচে জাতীয় দলের সাবেক ফরোয়ার্ড নকীবের গোলে ১-০ ব্যবধানে জয়ী হয় ঢাকা সোনালী অতীত ক্লাব।

ম্যাচে প্রথম থেকেই আধিপত্য দেখায় ঢাকা সোনালী অতীত। সাবেক জাতীয় দলের স্ট্রাইকার ও অধিনায়ক নকীবের অনুপ্রেরণায় দলটি ১-০ গোলে জয়লাভ করে। ম্যাচের একমাত্র গোলটি আসে নকীবের পায়ের জাদু থেকে, যা মাঠে থাকা দর্শকদের স্মৃতিকাতর করে তোলে। নকীবের নেতৃত্বে আলফাজ, আরমানসহ তারকা খচিত দলটি ম্যাচজুড়ে দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করেন।

এদিন মাঠে উপস্থিত ছিলেন দেশের ফুটবলের একঝাঁক কিংবদন্তি। জাতীয় দলের তারকা সাবেক খেলোয়াড় গোলাম সারোয়ার টিপু, মোসাব্বের হোসেন, খোরশেদ বাবুল, আতাউর রহমান আতা, মাহমুদুর রহমান টিটু, জাকারিয়া পলাশ, সাইদ হাসান কানন, রাকিবুজ্জামান রাকিব, মাসুদ পারভেজ টিটু, আবুল হোসেনসহ আরও অনেকে এই মিলনমেলাকে স্মরণীয় করে তোলেন।







