শীত মৌসুমের শুরুতেই চাঙ্গা গদখালীর ফুল বাজার

শীত মৌসুমের শুরুতেই চাঙ্গা হয়ে উঠেছে যশোরের গদখালীর ফুল বাজার। গত দু’বছরের মন্দা কাটিয়ে নানাজাতের ফুলের সরবরাহ বেড়েছে গদখালীর বাজারে। বিজয় দিবসে বাজারে ফুলের ভালো দাম পেয়েছেন চাষিরা। আসন্ন নতুন বছরে বিশেষ দিনগুলো ঘিরে ফুল চাষ ও বিক্রি নিয়ে আশাবাদি তারা। যশোর থেকে আকরামুজ্জামানের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট।