
বৈশ্বিক অর্থনীতি মন্দার খুব কাছাকাছি দাঁড়িয়ে আছে বলে বিশ্বব্যাংকের এক প্রতিবেদনে বলা হয়েছে। বিশ্বব্যাংকের পূর্বাভাস, ২০২৩ সালে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির হার দাঁড়াতে পারে ১ দশমিক ৭ শতাংশ।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, করোনা মহামারিসহ এমন আরও অনেক কারণ চিহ্নিত করেছে সংস্থাটি।
সদ্য প্রকাশিত বৈশ্বিক অর্থনৈতিক সম্ভাবনা শীর্ষক এক প্রতিবেদনে বলা হয়েছে, উচ্চ মূল্যস্ফীতির প্রভাব মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক যেভাবে নীতি সুদহার বৃদ্ধি করছে তার প্রভাব মোকাবিলাই এই মুহূর্তের প্রধান চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্র, ইউরোপ ও চীনে প্রবৃদ্ধির হার কমে যাওয়ার কারণেই সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতির হাল খারাপ হবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
এ প্রসঙ্গে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস বলেছেন, অর্থনীতির এই অধঃগতির পরিসর অনেক বড় হবে। মানুষের আয় কমে যাবে। তার মতে, কোভিডের আগের দশকের তুলনায় মানুষের আয় কমে যাবে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯ সালের আর্থিক সংকট ও ২০২০ সালের করোনা মহামারি ব্যতীত এই ১ দশমিক ৭ শতাংশ প্রবৃদ্ধি হবে ১৯৯১ সালের পর সর্বনিম্ন।
তিনি বলেন, উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি অনেক হুমকির মুখে পড়বে, কারণ তাদের রপ্তানী গন্তব্য এসব উন্নত দেশগুলো।