চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চায় জার্মানি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ন ২৮, অক্টোবর ২০২৪
আন্তর্জাতিক
A A

সূত্র: ডয়চে ভেলে
জার্মানির চ্যান্সেলর শলৎসের তিন দিনের ভারত-সফর শেষ হলো। ভারতের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে চাইলেন শলৎস। এটা ছিল ভারত ও জার্মানি দুই দেশের মধ্যে সপ্তম আন্তঃসরকার আলোচনা।

সোমবার (২৮ অক্টোবর) ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়, আন্তঃসরকারের এই আলোচনায় শলৎস একা আসেননি। তার সাথে ছিলেন অর্থ ও পরিবেশ মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, শ্রম ও সামাজ বিষয়ক মন্ত্রী, শিক্ষামন্ত্রী, একাধিক সংসদীয় কমিটির প্রধান এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তারা।

নরেন্দ্র মোদী ছাড়াও ভারতের পক্ষে ছিলেন প্রতিরক্ষা, পররাষ্ট্র, শিল্প ও বাণিজ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, স্কিল ডেভলাপমেন্ট মন্ত্রী।

আলোচনার পর দুই দেশের মধ্যে ২৭টি চুক্তি সই হয়েছে। সেগুলো মূলত নবায়নযোগ্য বা পুনর্নবীকরণযোগ্য শক্তি, গবেষণা ও ক্রিটিক্যাল টেকনোলজির ক্ষেত্রে।

শলৎস জানান, তিনি ভারতের সঙ্গে সামরিক, বিশেষ করে অস্ত্র ক্ষেত্রে সহযোগিতা আরো বাড়াতে চান। ২০ বছর আগে দুই দেশের মধ্যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ চুক্তি সই হয়েছিল। সেই সম্পর্ককে আরো বাড়িয়ে নিয়ে যেতে চেয়েছেন শলৎস ও মোদী।

শলৎস যা বললেন
এশিয়া-প্যাসিফিক কনফারেন্স অফ জার্মান বিজনেস ২০২৪-এ শলৎস বলেন, ভারত থেকে আরো দক্ষ শ্রমিক চায় জার্মানি। জার্মানির শ্রম বাজারে প্রতিভাকে স্বাগত জানানো হয়। দক্ষ শ্রমিকদের জন্য জার্মানির দরজা খোলা আছে। অনিয়মিত অভিবাসনের উপর জার্মানি কড়াকড়ি করলেও দক্ষ শ্রমিকদের জন্য তা করা হচ্ছে না।

Reneta

মোদীর সঙ্গে আলোচনার পর শলৎস বলেন, মেডিসিন, নার্সিং ও তথ্যপ্রযুক্তির ক্ষেত্রে জার্মানি জরুরি ভিত্তিতে দক্ষ শ্রমিক চায়।

শলৎস বলেন, ভারত গ্রিন হাইড্রোজেনের ক্ষেত্রে গ্লোবাল হাবে পরিণত হচ্ছে। আমরা তার অংশীদর হতে চাই। এই সফরে ভারত ও জার্মানির মধ্যে যে চুক্তি ও সমঝোতা হয়েছে, তার অনেকগুলোই গ্রিন এনার্জি নিয়ে।

জার্মানির চ্যান্সেলর জানান, ইইউ-র মধ্যে জার্মানিই ভারতের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। এই সম্পর্ক তিনি আরো বাড়িয়ে নিয়ে যেতে চান। তিনি চান, ভারতের সঙ্গে ইইউ-র উচ্চাকাঙ্খী বাণিজ্য চুক্তি হোক। এর ফলে সকলেই উপকৃত হবেন।

শলৎস বলেছেন, দক্ষিণ এশিয়ার স্থায়িত্বের প্রশ্নে ভারতের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। জার্মানির চ্যান্সেলর বলেছেন, ভারত যেভাবে ইউক্রেনের সমস্যা সমাধানে উদ্যোগী হয়েছে, তাতে তিনি খুশি। তবে ইউক্রেনের স্বাধীনতা ও অখণ্ডতা বজায় রেখে সমাধান করতে হবে বলে তিনি মনে করেন।

শলৎস বলেন, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো দরকার। এর জন্য যুদ্ধবিরতি ও বন্দিমুক্তি খুবই জরুরি। মধ্যপ্রাচ্য নিয়ে আলোচনা খুবই জরুরি বলে শলৎস জানিয়েছেন।

মোদীর বক্তব্য
ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেন, জার্মানির সঙ্গে ভারতের সম্পর্কের মধ্যে স্পষ্টতা আছে। দুই দেশের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। ইউক্রেন এবং মধ্যপ্রাচ্য নিয়ে কূটনীতির মাধ্যমে সমস্যার সমাধান হওয়াটা জরুরি। যুদ্ধক্ষেত্র কোনো সমস্যা সমাধানের জায়গা হতে পারে না।

মোদী বলেন, বিংশ শতাব্দীতে যে গ্লোবাল ফোরাম তৈরি হয়েছিল, তা একুশ শতকের সমস্যার সমাধান করতে পারছে না। সেজন্য জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সংস্কার দরকার। কয়েক দশক ধরে ভারত বলথে, ১৪০ কোটির দেশকে নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্য করা উচিত।

মোদী ইন্দো-প্যাসিফিকের পরিস্থিতি নিয়ে উদ্বেোগ প্রকাশ করে বলেন, এখানে চীন তার প্রভাব বাড়াতে চাইছে।

প্রধানমন্ত্রী জানান, জার্মানির সঙ্গে ভারতের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক আছে। এই ক্ষেত্রে দুই দেশের সহয়োগিতার যে শক্তি আছে, তার পুরো সদ্ব্যবহার করতে হবে।

প্রতিরক্ষা সহযোগিতা
শলৎস ও মোদী দুজনেই প্রতিরক্ষা ক্ষেত্রে একসঙ্গে কাজ করার বিষয়ে সম্মত হয়েছেন। ঠিক হয়েছে, দুই দেশের প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা বাড়ানো হবে।

যৌথ ঘোষণাপত্রে বলা হয়, প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তি, উৎপাদন, এবং প্রতিরক্ষা সামগ্রী একসঙ্গে উৎপাদন করা হবে।

জার্মানির অর্থ মন্ত্রণালয়ের তথ্য বলছে, এই বছরের প্রথম ছয় মাসে জার্মানির কাছ থেকে যেসব দেশ অস্ত্র পেয়েছে, তার মধ্যে ভারত তিন নম্বরে আছে। এর আগে জার্মানি ভারতকে ছোট অস্ত্র ও স্পেয়ার পার্টস বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা তুলে নেয়। দুই দেশের মধ্যে সম্পর্ক বাড়তে থাকায় জার্মানি এই সিদ্ধান্ত নেয়। না হলে তারা ন্যাটোর বাইরের কোনো দেশকে ছোট অস্ত্র বিক্রি করে না।

জার্মানি থেকে ছয়টি সাবমেরিন কেনা নিয়ে ভারতের আলোচনা চলছে। তাছাড়া এয়ারবাস তাদের এ৪০০এম বিক্রি করতে চায়। এ নিয়েও কথাবার্তা চলছে।

ট্যাগ: প্রতিরক্ষাপ্রতিরক্ষা সহযোগিতাভারত-জার্মানি
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের সময় আড়াই কোটি প্রাইজমানির টুর্নামেন্ট ঘোষণা বিসিবির

জানুয়ারি ৩১, ২০২৬

শাস্ত্রীয় সঙ্গীতের মিলনমেলা ‘বাংলা খেয়াল উৎসব ২০২৬’

জানুয়ারি ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

ভোটের মাঠে ডিম ও জমানো টাকার মাটির ব্যাংক উপহার পেলেন মির্জা ফখরুল

জানুয়ারি ৩১, ২০২৬

‘নারীর ভোট ও ভবিষ্যতে রাষ্ট্রের কর্মজীবী নারীর ভূমিকা’ বিষয়ক আলোচনা

জানুয়ারি ৩১, ২০২৬

জনগণকে বিভ্রান্তকারীদের ‘গুপ্ত’ আখ্যা দিলেন তারেক রহমান

জানুয়ারি ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT